ঢাকা, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ১২ অগ্রহায়ণ ১৪৩২

একদিনে নির্বাচন–গণভোটে জাতি হতাশ: রেজাউল করীম

২০২৫ নভেম্বর ১৪ ১৮:৪৪:১১

একদিনে নির্বাচন–গণভোটে জাতি হতাশ: রেজাউল করীম

নিজস্ব প্রতিবেদক: একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজনের সিদ্ধান্তে জনগণ হতাশ হয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম।

শুক্রবার (১৪ নভেম্বর) দুপুরে চাঁদপুর সরকারি কলেজ মাঠে দলের আয়োজিত চাঁদপুর–৩ আসনের নির্বাচনি প্রশিক্ষণ কর্মশালা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ প্রতিক্রিয়া জানান।

তিনি বলেন, গত ৫৩ বছরে দেশে বহু নির্বাচন হয়েছে এবং অভিজ্ঞতায় দেখা গেছে—যখন কোনো দল এককভাবে ক্ষমতায় আসে, তখনই ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার জন্ম হয়। গণঅভ্যুত্থান ২০২৪–এর পর দেশে অনুকূল পরিবেশ তৈরি হলেও অন্তর্বর্তীকালীন সরকার জনগণের ভোটে নির্বাচিত নয়। তাদের দায়িত্ব ছিল তিনটি—মৌলিক সংস্কার, দৃশ্যমান বিচার নিশ্চিত করা এবং লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা।

ইসলামী আন্দোলনের আমির অভিযোগ করেন, একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের নির্বাচনে অংশগ্রহণের আগ্রহকে বিশেষ গুরুত্ব দেওয়া হলেও মৌলিক সংস্কার ও বিচারের বিষয়ে সেই গুরুত্ব পাওয়া যায়নি।

নির্বাচনি প্রশিক্ষণ কর্মশালায় কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও চাঁদপুর–৩ আসনের প্রার্থী শেখ জয়নাল আবেদীনসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কেএমএ

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত