ঢাকা, বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২

ট্রাইবুনালে সেনা মোতায়েন চেয়ে সুপ্রিম কোর্টের চিঠি

২০২৫ নভেম্বর ১২ ২১:৫২:১৩

ট্রাইবুনালে সেনা মোতায়েন চেয়ে সুপ্রিম কোর্টের চিঠি

নিজস্ব প্রতিবেদক: শেখ হাসিনার মামলার রায় ঘোষণার দিন ঘিরে ট্রাইব্যুনাল এলাকায় সেনা মোতায়েনের জন্য সুপ্রিম কোর্ট থেকে সেনাসদরে চিঠি পাঠানো হয়েছে।

সুপ্রিম কোর্টের জনসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বুধবার (১২ নভেম্বর) গণমাধ্যমকে নিশ্চিত করেন, ট্রাইবুনালে নিরাপত্তা জোরদার করার উদ্দেশ্যে রেজিস্ট্রার জেনালের অফিস থেকে আজ সেনাসদরে চিঠি প্রেরণ করা হয়েছে।

এদিকে, বৃহস্পতিবার (১৩ নভেম্বর) চব্বিশের জুলাই–আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের রায়ের তারিখ জানানো হবে।

রায় ঘোষণার দিন ঘিরে কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে আওয়ামী লীগ গত কয়েকদিনে ঢাকায় অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করেছে। নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে ডিএমপির ৫০টি থানায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

কেএমএ

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত