ঢাকা, বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২

ডালমে কুচ কালা হ্যায়: গণভোট প্রসঙ্গে এ টি এম আজহার

২০২৫ নভেম্বর ১২ ১৮:৪০:৩১

ডালমে কুচ কালা হ্যায়: গণভোট প্রসঙ্গে এ টি এম আজহার

নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এ টি এম আজহারুল ইসলাম বলেছেন, নির্বাচনের আগে গণভোট না হলে ভোট গ্রহণ করা সম্ভব হবে না। তিনি বলেন, আমাদের জুলাইয়ের শহীদদের স্বপ্ন বাস্তবায়ন করতে হবে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে যেকোনো মূল্যে কাজ করতে হবে। আগামী নির্বাচনে তাই সঠিক সিদ্ধান্ত নেওয়া অত্যাবশ্যক।

বুধবার (১২ নভেম্বর) বিকেলে ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনারে জামায়াতের আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।

এ টি এম আজহারুল ইসলাম বলেন, একটি দল জুলাই সনদে স্বাক্ষর দিয়েছে এবং ঐকমত্য জানিয়েছে। এখন কেন তারা গণভোটে বাধা দিচ্ছে? জুলাই সনদে স্বাক্ষর করার পর গণভোটে সম্মতি দেওয়া উচিত। গণভোটে ভয় কেন? আমরা সবই বুঝি, ডালমে কুচ কালা হ্যায়।

তিনি আরও বলেন, যারা জামায়াতকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল, তারা আজ নিশ্চিহ্ন হয়েছে। তিনি দাবি করেন, আমরা মহান মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিলাম না, আমরা স্বাধীনতার পক্ষে ছিলাম, কিন্তু ভারতের বিরুদ্ধে ছিলাম। এজন্য আমাদের স্বাধীনতাবিরোধী আখ্যা দিয়ে মিথ্যা মামলা দিয়েছে। সেই মিথ্যা মামলায় জামায়াতের মজলুম নেতাদের ফাঁসি দেওয়া হয়েছে।

জামায়াতের এই নেতা বলেন, আপনারা একবার দাঁড়িপাল্লায় ভোট দিয়ে দেখুন, আমরা কেমন কাজ করি। রাষ্ট্রক্ষমতায় এলে দেশের চেহারা পরিবর্তন করব। সব অনিয়ম, দুর্নীতি ও অন্যায় দূর করব।

তিনি আরও অভিযোগ করেন, আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা তাদের অসহায় নেতাকর্মীদের ফেলে রেখে দেশের কোটি কোটি টাকা পাচার করে পালিয়েছে। আর যারা দেশের পক্ষে কাজ করে তারা কখনো পালায় না।

ফেনী জেলা জামায়াতের আমির মাওলানা আবদুল হান্নানের সভাপতিত্বে ও সেক্রেটারি আবদুর রহিমের সঞ্চালনায় এই সভায় বিশেষ অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া, এসএম কামাল উদ্দিন ও ডা. ফখরুদ্দিন মানিক। জেলা জামায়াত ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

কেএমএ

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত