ঢাকা, বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২

রাতের আঁধারে গ্রামীণ ব্যাংকে আগুন

২০২৫ নভেম্বর ১২ ১৩:০০:২২

রাতের আঁধারে গ্রামীণ ব্যাংকে আগুন

নিজস্ব প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় আগুন লাগার ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, কেউ বাইরে থেকে পেট্রল ঢেলে আগুন ধরিয়েছেন। এতে ব্যাংকের আসবাবপত্র এবং গুরুত্বপূর্ণ কাগজপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে টাকার ভোল্ট অক্ষত রয়েছে।

ব্যাংকের চান্দুরা ব্রাঞ্চের ম্যানেজার মো. কলিম উদ্দিন জানান, মঙ্গলবার (১১ নভেম্বর) রাত দুইটার দিকে শাখার বাইরে থেকে আগুন লাগানো হয়। তবে সেকেন্ডে আগুনের খবর পেয়ে নাইটগার্ড দ্রুত বিষয়টি বুঝে স্থানীয়দের সঙ্গে সমন্বয় করে আগুন নিয়ন্ত্রণে আনে।

পরবর্তীতে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন পুরোপুরি নেভায়। ম্যানেজারের বক্তব্য অনুযায়ী, এ ঘটনায় থানায় লিখিতভাবে অভিযোগ করা হবে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত