ঢাকা, বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২

ঢাকায় বিএনপি নেতাদের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের বৈঠক অনুষ্ঠিত

২০২৫ নভেম্বর ১২ ১২:৪৯:০৬

ঢাকায় বিএনপি নেতাদের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক :ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। বুধবার (১২ নভেম্বর) বেলা ১১টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৈঠকে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ও বিএনপি যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির, এছাড়া সাংগঠনিক সম্পাদক ও চেয়ারপারসনের পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটির সদস্য শামা ওবায়েদও।

বৈঠকে প্রধানত বাংলাদেশের আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন, নির্বাচনকালীন নিরাপত্তা, রাজনৈতিক স্থিতিশীলতা এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা নিয়ে আলোচনা হয়েছে। বিএনপি নেতারা নির্বাচনের সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশ নিশ্চিত করতে সরকারের কাছে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। এছাড়া, ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলারও নির্বাচন প্রক্রিয়ায় সুষ্ঠু ও স্বচ্ছতার গুরুত্ব নিয়ে বক্তব্য রাখেন এবং এই প্রক্রিয়ায় বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

নেতারা রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ এবং সাধারণ ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সমন্বিত প্রচেষ্টা অব্যাহত রাখার প্রয়োজনীয়তা সম্পর্কে গুরুত্বারোপ করেন। বৈঠক শেষে কর্মকর্তারা সাংবাদিকদের জানান, উভয় পক্ষই নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে একযোগে কাজ করার জন্য প্রস্তুত।

ডুয়া/নয়ন

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত