ঢাকা, সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২
উৎপাদন বাড়াতে ২০.৫০ কোটি টাকা বিনিয়োগ করবে অরিয়ন ইনফিউশন
নিজস্ব প্রতিবেদক: দেশের ক্রমবর্ধমান অভ্যন্তরীণ চাহিদা মেটাতে ইন্ট্রাভেনাস (আইভি) ফ্লুইডস উৎপাদন লাইন সম্প্রসারণের জন্য ২০ কোটি ৫০ লাখ টাকা বিনিয়োগের পরিকল্পনা ঘোষণা করেছে অরিয়ন ইনফিউশন লিমিটেড। এই বিনিয়োগে চলতি মূলধনও অন্তর্ভুক্ত রয়েছে।
সোমবার (১০ নভেম্বর) শেয়ারবাজারে দেওয়া এক তথ্যে কোম্পানিটি জানায়, পরিচালনা পর্ষদ এই বিনিয়োগের অনুমোদন দিয়েছে, যা সম্পূর্ণরূপে কোম্পানির অভ্যন্তরীণ উৎস থেকেই অর্থায়ন করা হবে। এই সম্প্রসারণ প্রকল্পের নির্মাণ কাজ নারায়ণগঞ্জের রূপগঞ্জের মাইকুলি প্ল্যান্টে শিগগিরই শুরু হবে এবং ২০২৬ সালের ডিসেম্বর মাসের মধ্যে শেষ হবে বলে আশা করা হচ্ছে।
প্রকল্পটি চালু হলে কোম্পানির উৎপাদন ক্ষমতা প্রায় ৩০ শতাংশ বৃদ্ধি পাবে। এর মাধ্যমে অরিয়ন ইনফিউশন আইভি ফ্লুইডসের ক্রমবর্ধমান বাজার চাহিদা আরও ভালোভাবে পূরণ করতে সক্ষম হবে। কোম্পানিটির প্রত্যাশা, এই সম্প্রসারণের ফলে বছরে অতিরিক্ত ২৫ কোটি ৫০ লাখ টাকা বিক্রয় রাজস্ব আসবে, যা এর মুনাফাকে উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে তুলবে।
বিনিয়োগের এই ঘোষণার পর শেয়ারবাজারে কোম্পানির ভবিষ্যৎ প্রবৃদ্ধি নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে জোরালো আশাবাদ দেখা গেছে। এরফলে আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) অরিয়ন ইনফিউশন-এর শেয়ারের দর ৩.৭১% বৃদ্ধি পেয়ে ৩৮৮ টাকা ৮০ পয়সায় ক্লোজ হয়েছে।
এদিকে, কোম্পানিটির পরিচালনা পর্ষদ ২০২৪-২৫ অর্থবছর-এর জন্য সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আলোচিত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৭২ পয়সা, যেখানে আগের অর্থবছরে ছিল ২ টাকা ৮ পয়সা এবং ৩০ জুন ২০২৫ তারিখে শেয়ারপ্রতি নেট সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১৬ টাকা ২ পয়সা, যেখানে আগের অর্থবছরে ছিল ১৫ টাকা ৪৫ পয়সা।
ঘোষিত ডিভিডেন্ড ও অন্যান্য এজেন্ডা অনুমোদনের জন্য কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৩ ডিসেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠিত হবে। ডিভিডেন্ডের জন্য যোগ্য শেয়ারহোল্ডার নির্ধারণের রেকর্ড তারিখ ঠিক করা হয়েছে ১ ডিসেম্বর ২০২৫।
অরিয়ন গ্রুপের এই প্রতিষ্ঠানটি হলো দেশের আইভি স্যালাইন এবং জীবন রক্ষাকারী ইনফিউশন পণ্য প্রস্তুতকারক ও সরবরাহকারী অন্যতম শীর্ষস্থানীয় কোম্পানি, যা বাংলাদেশের হাসপাতাল ও ক্লিনিকগুলোতে পণ্য সরবরাহ করে থাকে।
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নতুন মার্জিন নীতিতে কারা সুবিধা পাবেন, কারা হারাবেন?
- ভারত বনাম অস্ট্রেলিয়া: কবে, কখন, কোথায়-যেভবে দেখবেন সরাসরি(LIVE)
- শেয়ারবাজারই হতে পারে ওষুধ শিল্পের নতুন প্রাণশক্তি: ডিএসই চেয়ারম্যান
- শেয়ারবাজারে নতুন মার্জিন বিধিমালা জারি করল বিএসইসি
- নিউজিল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ: খেলাটি মোবাইলে সরাসরি দেখুন(LIVE)
- বিএনপি মনোনীত প্রার্থীদের ৬ কোম্পানির শেয়ারে ঝলক
- পাঁচ ব্যাংকের শেয়ারহোল্ডারদের জন্য বাংলাদেশ ব্যাংকের বার্তা
- ‘নো ডিভিডেন্ড’- এর বদনাম ঘুচাল বস্ত্র খাতের তিন কোম্পানি
- পাঁচ ব্যাংকের বিনিয়োগকারীরা কী পাবেন? জানালেন গভর্নর
- সাপোর্টের রেকর্ড মুনাফা, ১৫ বছরে সর্বোচ্চ ডিভিডেন্ড
- শিক্ষাবৃত্তি: প্রতি মাসে পাবে ৩ হাজার টাকা, আবেদন করবেন যেভাবে
- পাঁচ ব্যাংকের শেয়ার শূন্য ঘোষণা নিয়ে যা জানালেন অর্থ উপদেষ্টা
- চলতি সপ্তাহে আসছে ৯ কোম্পানির ডিভিডেন্ড
- ব্রাজিল বনাম হন্ডুরাস: ৭ গোলে শেষ হলো ম্যাচ, জানুন ফলাফল
- চলতি সপ্তাহে আসছে ৪৪ কোম্পানির ইপিএস