ঢাকা, সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২

আমানত বৃদ্ধির শীর্ষে শেয়ারবাজারের ১০ ব্যাংক

২০২৫ নভেম্বর ১০ ২২:০১:০২

আমানত বৃদ্ধির শীর্ষে শেয়ারবাজারের ১০ ব্যাংক

নিজস্ব প্রতিবেদক: উচ্চ মূল্যস্ফীতি এবং কর্মসংস্থানের সুযোগ হ্রাস সত্ত্বেও, চলতি বছরের প্রথম নয় মাসে (জানুয়ারি–সেপ্টেম্বর) দেশের ব্যাংকিং খাতে আমানত ১০ শতাংশ বৃদ্ধি রেকর্ড করা হয়েছে। তবে এই বৃদ্ধি সব ব্যাংকে সমানভাবে ঘটেনি। যেখানে সংকটে থাকা এবং আর্থিকভাবে দুর্বল ব্যাংকগুলোর আমানত কমেছে, সেখানে সুপরিচালিত ব্যাংকগুলো তুলনামূলকভাবে বেশি বৃদ্ধি অর্জন করেছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, সিটি ব্যাংক এবং ব্র্যাক ব্যাংক-এর মতো বেসরকারি খাতের ব্যাংকগুলো বছরের প্রথম নয় মাসে ২০ শতাংশের বেশি আমানত বৃদ্ধি অর্জন করেছে। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি)-এর বৃদ্ধিও ১৮ শতাংশ ছাড়িয়েছে। এই ব্যাংকগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, গ্রাহকের আস্থা এবং কার্যকর ব্যবস্থাপনা কৌশলই এই সাফল্যের প্রধান কারণ।

দীর্ঘদিন ধরে ঋণের সুদের হার একক অঙ্কে সীমিত থাকায় আমানতের সুদের হারও কম ছিল। গত বছরের মাঝামাঝিতে বাংলাদেশ ব্যাংক এই সুদের হারের সীমা তুলে নেওয়ার পর ব্যাংকগুলো তহবিল আকৃষ্ট করতে আমানতের হার বাড়াতে শুরু করে। এরপর থেকেই আমানত ধীরে ধীরে বাড়ছে, যেখানে শক্তিশালী ব্যাংকগুলো আরও বেশি জোরালো প্রবৃদ্ধি দেখাচ্ছে। চলতি বছরের আগস্ট মাসে রাজনৈতিক পটপরিবর্তনের পরে কিছু ব্যাংকের আসল আর্থিক অবস্থা প্রকাশিত হয়, যেখানে কিছু ব্যাংক আমানতকারীদের টাকা ফেরত দিতে ব্যর্থ হয়। এর বিপরীতে, সুপরিচালিত ব্যাংকগুলোর পারফরম্যান্স আরও ভালো হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুসারে, বেসরকারি খাতের ব্যাংকগুলোর মধ্যে সিটি ব্যাংক প্রথম নয় মাসে সর্বোচ্চ আমানত বৃদ্ধি অর্জন করেছে, এরপর রয়েছে ব্র্যাক ব্যাংক, ইউসিবি এবং যমুনা ব্যাংক। আমানত বৃদ্ধিতে শীর্ষ ১০টি ব্যাংকের তালিকায় আরও রয়েছে পুবালী ব্যাংক, ডাচ-বাংলা ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, ইসলামী ব্যাংক এবং ঢাকা ব্যাংক।

সিটি ব্যাংক

গত বছরের শেষে সিটি ব্যাংকের আমানত ছিল ৫১ হাজার ৪৩৬ কোটি টাকা। সেপ্টেম্বরের শেষে তা বেড়ে ৬৩ হাজার ৪৫৬ কোটি টাকায় দাঁড়িয়েছে, যা ১২ হাজার ২০ কোটি টাকা বা ২৩.৪ শতাংশ বৃদ্ধি—ব্যাংকিং খাতে যা সর্বোচ্চ। সিটি ব্যাংকের এমডি এবং অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশ (ABB)-এর চেয়ারম্যান মাসরুর আরেফিন এই বৃদ্ধির কারণ হিসেবে জনআস্থা ও সুশাসনের ওপর জোর দিয়েছেন।

ব্র্যাক ব্যাংক

ব্র্যাক ব্যাংকের আমানত নয় মাসে ১৬ হাজার ৬৭ কোটি টাকা বা ২০.৬৮ শতাংশ বেড়ে ৯৩ হাজার ৭৭২ কোটি টাকায় পৌঁছেছে। ব্যাংকটির এমডি তারেক রেফাত উল্লাহ খান এই সাফল্যের কারণ হিসেবে ব্র্যাক ব্যাংকের শক্তিশালী ব্র্যান্ড ভ্যালু এবং দেশব্যাপী বিস্তৃত এজেন্ট ব্যাংকিং সেবা উল্লেখ করেছেন।

ইউসিবি

আমানত বৃদ্ধিতে তৃতীয় স্থানে থাকা ইউসিবি'র আমানত ১৮.৩৩ শতাংশ বা ১০ হাজার ১২৩ কোটি টাকা বেড়ে ৬৫ হাজার ৩৪০ কোটি টাকায় উন্নীত হয়েছে। ইউসিবি'র এমডি মোহাম্মদ মামদুদুর রশিদ ডিজিটাল ব্যাংকিং, দ্রুত সেবা এবং গ্রাহকদের আস্থামূলক সম্পর্ককে এই বৃদ্ধির প্রধান কারণ বলে অভিহিত করেছেন। উল্লেখ্য, মুনাফা কমলেও নতুন নেতৃত্বের অধীনে ব্যাংকটি ইতিবাচক সাড়া পাচ্ছে।

অন্যান্য শীর্ষ ব্যাংক

যমুনা ব্যাংকের আমানত ১৪.৭৯ শতাংশ বৃদ্ধি পেয়ে ৩৫ হাজার ৬৩৩ কোটি টাকায়, পুবালী ব্যাংকের আমানত ১৪.৭২ শতাংশ বেড়ে ৮৫ হাজার ৪৫৬ কোটি টাকায় এবং ডাচ-বাংলা ব্যাংকের আমানত ১৪.৫৬ শতাংশ বেড়ে ৫৯ হাজার ৭৮৬ কোটি টাকায় পৌঁছেছে।

ইসলামী ব্যাংক আমানত বৃদ্ধির তালিকায় থাকলেও, পূর্ববর্তী অনিয়মের কারণে ব্যাংকটি এখনও ডিভিডেন্ড নিয়ে সংকটে রয়েছে। সাবেক নিয়ন্ত্রণাধীন এস আলম গ্রুপের সময়কার ঋণের ১ লাখ কোটি টাকা ঋণ খেলাপিতে পরিণত হওয়ার তীব্র অনিশ্চয়তা রয়েছে। ইসলামী ব্যাংকের এমডি ওমর ফারুক খান জানান, তারা খেলাপি ঋণ পুনরুদ্ধারের জন্য বৈদেশিক আইনি সংস্থাকে যুক্ত করার কথা ভাবছেন।

এএসএম/

শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত