ঢাকা, সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২

অর্থ মন্ত্রণালয়ের আশ্বাসে আন্দোলন প্রত্যাহার

মঙ্গলবার থেকে শ্রেণিকক্ষে ফেরার ঘোষণা প্রাথমিক শিক্ষকদের

২০২৫ নভেম্বর ১০ ২১:৪২:০৫

মঙ্গলবার থেকে শ্রেণিকক্ষে ফেরার ঘোষণা প্রাথমিক শিক্ষকদের

নিজস্ব প্রতিবেদক: অর্থ মন্ত্রণালয়ের আশ্বাসে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা তাদের চলমান আন্দোলন প্রত্যাহার করে নিয়েছেন। একইসঙ্গে আগামীকাল মঙ্গলবার (১১ নভেম্বর) থেকে তারা শ্রেণিকক্ষে ফেরার ঘোষণা দিয়েছেন।

সোমবার (১০ নভেম্বর) অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক ঐক্যজোটের আহ্বায়ক খায়রুন নাহার লিপি এই ঘোষণা দেন।

তিনি বলেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় একটি লিখিত বক্তব্যের মাধ্যমে আমাদের আশ্বাস দিয়েছে। তারা বেতন কমিশনে প্রাথমিক শিক্ষকদের ১১তম গ্রেডের বিষয়ে একটি প্রস্তাব পাঠিয়েছে। পে-কমিশন থেকে এটি চূড়ান্ত হলে তা অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হবে। এটি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের একটি বড় বিজয়।

খায়রুন নাহার লিপি আরও বলেন, "যেহেতু প্রাথমিক শিক্ষকদের ১১তম গ্রেডের বিষয়ে মন্ত্রণালয় একটি প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে, সেহেতু আমরা এটিকেই প্রজ্ঞাপন হিসেবে ধরে নিচ্ছি। এটি আমাদের প্রাথমিক বিজয়। আমরা মন্ত্রণালয়ের আশ্বাসে আস্থা রেখে আমাদের সব কর্মসূচি প্রত্যাহার করব। একইসঙ্গে আমরা শ্রেণিকক্ষে ফিরব।"

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত