ঢাকা, সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২

বিদেশে উচ্চশিক্ষা: শিক্ষার্থীদের জন্য আসছে বড় পরিবর্তন

সরকার ফারাবী
সরকার ফারাবী

সিনিয়র রিপোর্টার

২০২৫ নভেম্বর ১০ ১৭:৫৩:৫৭

বিদেশে উচ্চশিক্ষা: শিক্ষার্থীদের জন্য আসছে বড় পরিবর্তন

সরকার ফারাবী: চীনে আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্নাতক পর্যায়ের ভর্তি প্রক্রিয়ায় স্বচ্ছতা ও মান নিয়ন্ত্রণ নিশ্চিত করতে দেশটির সরকার চালু করেছে নতুন একটি মাননির্ধারণ পরীক্ষা “চায়না স্কলাস্টিক কম্পিটেন্সি অ্যাসেসমেন্ট (CSCA)”।

২০২৬ সাল থেকে চীনের সব সরকারি বিশ্ববিদ্যালয়ে স্নাতক পর্যায়ে ভর্তি হতে চাইলে এই পরীক্ষার ফলাফল জমা দেওয়া বাধ্যতামূলক হবে। চীনের শিক্ষা কর্তৃপক্ষ বলছে, এটি আন্তর্জাতিক শিক্ষার্থীদের যোগ্যতা যাচাইয়ের একটি একক ও নির্ভরযোগ্য মানদণ্ড হিসেবে কাজ করবে এবং “Study in China” উদ্যোগকে আরও শক্তিশালী করবে।

প্রথমবারের মতো পরীক্ষা অনুষ্ঠিত হবে ডিসেম্বর ২০২৫-এ

প্রথম CSCA পরীক্ষা অনুষ্ঠিত হবে ২০২৫ সালের ২১ ডিসেম্বর। এর আগে, ২০২৫ সালের ১২ অক্টোবর চায়নিজ গভর্নমেন্ট স্কলারশিপ (CSC) প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে পরীক্ষামূলকভাবে এই পরীক্ষা নেওয়া হয়।

পরিকল্পনা অনুযায়ী, ২০২৬ সাল থেকে CSC–এর আওতাভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি হতে ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য পরীক্ষা বাধ্যতামূলক হবে। আর ২০২৮ সাল থেকে চীনের সব বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদনকারীদের জন্য ক্রমান্বয়ে বাধ্যতামূলক করা হবে।

পরীক্ষার কাঠামো ও বিষয়

CSCA পরীক্ষায় মোট চারটি বিষয় থাকবে—

চীনা ভাষা (Specialized Chinese), গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়ন।

বিজ্ঞান ও প্রকৌশল বিভাগে আবেদনকারীদের জন্য নির্ধারিত হয়েছে চীনা ভাষা, গণিত এবং পদার্থবিজ্ঞান/রসায়ন। ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগের শিক্ষার্থীরা দেবে চীনা ভাষা ও গণিত পরীক্ষা।

প্রতিটি গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়ন পরীক্ষায় থাকবে ৪৮টি বহুনির্বাচনী প্রশ্ন, সময় ১ ঘণ্টা।

চীনা ভাষা অংশে থাকবে ১০০টি প্রশ্ন, সময় ১ ঘণ্টা ৩০ মিনিট।

পরীক্ষা নেওয়া হবে চীনা ও ইংরেজি দুটি ভাষায়। তবে যারা চীনা মাধ্যমে পড়াশোনা করতে চায়, তাদের ‘Specialized Chinese’ পরীক্ষা বাধ্যতামূলক।

অনলাইন ও অফলাইন উভয় মাধ্যম

প্রথম ধাপে পরীক্ষা হবে অনলাইনে, পাশাপাশি ভিয়েতনাম ও থাইল্যান্ডে অফলাইন কেন্দ্রও থাকবে।২০২৬ সাল থেকে প্রতি বছর ৫ বার জানুয়ারি, মার্চ, এপ্রিল, জুন ও ডিসেম্বর মাসে পরীক্ষা নেওয়া হবে।

এশিয়া-প্যাসিফিক অঞ্চলের শিক্ষার্থীদের জন্য এপ্রিল, জুন ও ডিসেম্বরের সেশন এবং ইউরোপ ও আমেরিকার জন্য জানুয়ারি ও মার্চের সেশন নির্ধারিত।

ফি, নিবন্ধন ও ফল প্রকাশ

এক বিষয়ের ফি: ৪৫০ ইউয়ান

দুই বা ততোধিক বিষয়ের জন্য: ৭০০ ইউয়ান

নিবন্ধন শুরু হবে ২০২৫ সালের নভেম্বর মাসে

নিবন্ধন প্রক্রিয়া: CSCA’র অফিসিয়াল ওয়েবসাইটে অনলাইনে (চীনা ও ইংরেজি উভয় ভাষায়)

ফল প্রকাশ: অনলাইন পরীক্ষার ক্ষেত্রে ৭ কর্মদিবসের মধ্যে, পেপার-ভিত্তিক পরীক্ষায় ১৪ কর্মদিবসের মধ্যে

স্কোরের মানদণ্ড ও সর্বনিম্ন যোগ্যতার নম্বর পরীক্ষার ট্রায়াল শেষে ঘোষণা করা হবে।

কেন গুরুত্বপূর্ণ এই পরীক্ষা

চীনে আন্তর্জাতিক শিক্ষার্থীর সংখ্যা দ্রুত বাড়ছে, বিশেষ করে ‘বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ’–এর অংশীদার দেশগুলো থেকে। বিভিন্ন দেশের শিক্ষাব্যবস্থার মানে পার্থক্যের কারণে এতদিন ভর্তি প্রক্রিয়ায় সমতা বজায় রাখা কঠিন ছিল। CSCA পরীক্ষার মাধ্যমে সেই জটিলতা দূর করতে চায় চীন যাতে ভর্তি প্রক্রিয়া হয় আরও ন্যায়সঙ্গত, স্বচ্ছ ও মাননির্ভর।

শিক্ষার্থীদের জন্য পরামর্শ

২০২৬ সালের আবেদনকারীদের এখন থেকেই প্রস্তুতি শুরু করা উচিত।

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে দেখে নিতে হবে:

পছন্দের প্রোগ্রামটি কি CSCA স্কোর চায়

কোন কোন বিষয় প্রযোজ্য

ন্যূনতম স্কোরের চাহিদা কত

ভালো স্কোর পেলে সরকারি বৃত্তি (CSC) এবং শীর্ষ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ বাড়বে।

চায়না স্কলাস্টিক কম্পিটেন্সি অ্যাসেসমেন্ট (CSCA) শুধু একটি পরীক্ষা নয়, বরং এটি চীনের বৈশ্বিক শিক্ষা ব্যবস্থাকে আরও আধুনিক ও প্রতিযোগিতামূলক করার বড় পদক্ষেপ। ২০২৫ সালের ডিসেম্বরের এই পরীক্ষার মাধ্যমে চীনের আন্তর্জাতিক শিক্ষাজগতে সূচিত হতে যাচ্ছে এক নতুন অধ্যায়।

ট্যাগ: International Education চীন উচ্চশিক্ষা সিএসসিএ পরীক্ষা চায়না স্কলাস্টিক কম্পিটেন্সি অ্যাসেসমেন্ট বিদেশি শিক্ষার্থীদের ভর্তি চীনে পড়াশোনা চায়না স্কলারশিপ কাউন্সিল স্টাডি ইন চায়না চীনের বিশ্ববিদ্যালয় ভর্তি আন্তর্জাতিক ছাত্র ভর্তি বৃত্তি আবেদন চীন চীনে বৃত্তি চীনে ভর্তির নিয়ম চীন শিক্ষা সংবাদ চীন শিক্ষা সংস্কার চায়না গভর্নমেন্ট স্কলারশিপ চীনা ভাষা পরীক্ষা চীনে অনলাইন পরীক্ষা চীন ভর্তি পরীক্ষা ২০২৫ আন্তর্জাতিক ভর্তি পরীক্ষা উচ্চশিক্ষা সংবাদ চীনে পড়ার সুযোগ চীনা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা বেল্ট অ্যান্ড রোড শিক্ষা সিএসসি পরীক্ষা স্টাডি ইন চায়না আপডেট China education CSCA exam China Scholastic Competency Assessment Study in China China university admission Chinese scholarship CSC scholarship international students China China higher education China admission test Chinese universities Study in China 2026 China education reform Belt and Road education Chinese Government Scholarship CSCA registration CSCA results Study Abroad China China academic exam China 2025 test Chinese language exam global education news China scholarship application international students admission China

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত