ঢাকা, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২

জাহানারা ইস্যুতে স্বাধীন তদন্ত কমিটি দাবি তামিমের

২০২৫ নভেম্বর ১০ ১০:৩৩:২৭

জাহানারা ইস্যুতে স্বাধীন তদন্ত কমিটি দাবি তামিমের

স্পোর্টস ডেস্ক: দেশের ক্রীড়াঙ্গনে তৈরি হয়েছে নতুন জটিল পরিস্থিতি। জাতীয় নারী দলের পেসার জাহানারা আলম অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও সাবেক নির্বাচক মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন। বিশেষ করে মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে তিনি যৌন হয়রানির অভিযোগ এনেছেন।

ঘটনার প্রেক্ষিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) একটি তদন্ত কমিটি গঠন করেছে। তবে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল এই কমিটিকে কেন্দ্র করে সংশয় প্রকাশ করেছেন।

রোববার রাতের দিকে নিজের ফেসবুক পেজে দেওয়া স্ট্যাটাসে তামিম লিখেছেন, জাহানারা আলমের অভিযোগের পর আরও অনেকে সাহস করে মুখ খুলছেন, যা আশাব্যঞ্জক। কিন্তু উদ্বেগের বিষয় হলো, এখনও জাতীয় ক্রীড়া পরিষদ বা সরকারি পর্যায় থেকে কোনো স্বাধীন তদন্ত কমিটি গঠন করা হয়নি।

তিনি উল্লেখ করেছেন, যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তাদের অনেকেই বিসিবির গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। তাই বিসিবির গঠিত তদন্ত কমিটিকে ঘিরে স্বাভাবিকভাবেই সংশয় তৈরি হয়েছে। সরকারের ও ক্রীড়া মন্ত্রণালয়ের নীরবতায় হতাশ তামিম আরও বলেছেন, দেশের ক্রিকেটে এমন আলোড়নের পরও সরকারি নিষ্ক্রিয়তা দুঃখজনক। তিনি দাবি করেছেন, দ্রুত একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করা হোক, যেখানে বিসিবির কেউ থাকবে না এবং নারী অধিকার ও যৌন হয়রানি বিষয়ক বিশেষজ্ঞদের রাখা হবে।

তিনি লিখেছেন, যারা সাহস করে মুখ খুলেছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাই। যারা এখনো ভয় বা সংকোচে চুপ, তাদের জন্য বলছি, ‘ইটস নেভার টু লেট’। আওয়াজ তুলুন, আমরা আপনার পাশে আছি।

শেষে তামিম বলেছেন, বিসিবিতে এখন ‘ক্রিকেট ফর অল’ শ্লোগান শোনা যায়। তার মতে, এর আগে দরকার ‘সেফটি ফর অল’। দেশের সবচেয়ে বড় ক্রীড়া সংস্থা হিসেবে বিসিবির দায়িত্ব সর্বাধিক। সব খেলাকে সম্মান জানানো উচিত, কারণ প্রতিটি খেলাই বাংলাদেশের গর্ব।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত