ঢাকা, রবিবার, ৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২

বিপিএল: চট্টগ্রাম রয়েলস দলে যুক্ত হলেন দুই তারকা স্পিনার

২০২৫ নভেম্বর ০৯ ২০:০৫:৩০

বিপিএল: চট্টগ্রাম রয়েলস দলে যুক্ত হলেন দুই তারকা স্পিনার

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসন্ন আসরের জন্য দলগুলো প্রস্তুতি শুরু করেছে এবং দেশি ক্রিকেটারদের সঙ্গে সরাসরি চুক্তি করাও জোরেশোরে চলছে। রংপুর রাইডার্স, ঢাকা ক্যাপিটালস এবং সিলেট টাইটান্সের মতো দলগুলো ইতোমধ্যে একাধিক ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে। সেই তালিকায় এবার যুক্ত হলো চট্টগ্রাম রয়েলস, যারা দুইজন তারকা স্পিনারকে দলে ভেড়ানোর খবর নিশ্চিত করেছে।

চট্টগ্রাম রয়েলস দেশি ক্রিকেটার হিসেবে অলরাউন্ডার শেখ মেহেদী হাসান এবং বাঁহাতি স্পিনার তানভীর ইসলামকে দলে ভিড়িয়েছে। দলটির একজন কর্মকর্তা ঢাকা পোস্টকে এই তথ্য নিশ্চিত করেছেন।

ক্রিকেটারদের পাশাপাশি চট্টগ্রাম রয়েলস একজন দেশি ব্যাটিং কোচও চূড়ান্ত করেছে। তবে প্রধান কোচ হিসেবে তারা একজন বিদেশি কোচকে চুক্তিবদ্ধ করতে আগ্রহী।

এদিকে, অন্যান্য ফ্র্যাঞ্চাইজিগুলোও দল গোছানোর কাজ চালিয়ে যাচ্ছে। রংপুর রাইডার্স তাদের কোচিং স্টাফ চূড়ান্ত করে ফেলেছে, যেখানে প্রধান কোচ হিসেবে আছেন মিকি আর্থার, সহকারী কোচ মোহাম্মদ আশরাফুল, ব্যাটিং কোচ শাহরিয়ার নাফিস এবং স্পিন বোলিং কোচ মোহাম্মদ রফিক। রাজশাহী দলের প্রধান কোচ হিসেবে রয়েছেন হান্নান সরকার। অন্যদিকে, ঢাকা ক্যাপিটালস এখনো তাদের প্রধান কোচ চূড়ান্ত করেনি, তবে সিলেটের প্রধান কোচের দায়িত্বে আছেন সোহেল ইসলাম। আসন্ন বিপিএল মৌসুমকে সামনে রেখে দলগুলোর এই প্রস্তুতি টুর্নামেন্টকে আরও আকর্ষণীয় করে তুলবে বলে আশা করা হচ্ছে।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত