ঢাকা, রবিবার, ৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২
বাজেটে ফ্ল্যাগশিপ স্পেক একমাত্র এই ফোনে
ডুয়া নিউজ ডেস্ক :ভারতের স্মার্টফোন ব্র্যান্ড লাভা আগামী ২০ নভেম্বর উন্মোচন করতে যাচ্ছে তাদের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন লাভা অগ্নি ৪। এটি গত বছর প্রকাশিত অগ্নি ৩ ফাইভজি মডেলের উত্তরসূরি। উন্মোচনের আগেই ফোনটির ব্যাটারি, চার্জিং গতি ও চিপসেট–সংক্রান্ত বেশ কিছু তথ্য ফাঁস হয়েছে। ধারণা করা হচ্ছে, নকশা ও পারফরম্যান্স—দুই ক্ষেত্রেই এটি লাভার এখন পর্যন্ত সবচেয়ে উন্নত ফোন হতে যাচ্ছে।
নতুন অগ্নি ৪–এর নকশায় এসেছে বড় পরিবর্তন। আগের প্লাস্টিক কাঠামোর বদলে এবার ফোনটির ফ্রেমে ব্যবহার করা হয়েছে অ্যালুমিনিয়াম, আর পেছনে থাকছে আসল কাঁচের প্যানেল। এতে যুক্ত হবে একটি নতুন অ্যাকশন বোতাম, যা অ্যাপলের ক্যামেরা কন্ট্রোল বোতামের মতো কাজ করতে পারে। ফোনের পেছনে থাকবে ডুয়েল ক্যামেরা সেটআপ, যা কাঁচের প্যানেলের সঙ্গে মিলিয়ে আধুনিক ও প্রিমিয়াম লুক দেবে।
বিশ্বস্ত প্রযুক্তি বিশ্লেষক দেবায়ন রায় জানিয়েছেন, লাভা অগ্নি ৪–এ ব্যবহার করা হবে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮৩৫০ চিপসেট। এতে থাকবে এলপিডিডিআর৫এক্স র্যাম ও ইউএফএস ৪ স্টোরেজ প্রযুক্তি, যা ফোনটিকে আরও দ্রুত ও কার্যক্ষম করবে। গেমিং, মাল্টিটাস্কিং ও ভারী ব্যবহারের ক্ষেত্রেও ব্যবহারকারীরা পাবেন আরও মসৃণ অভিজ্ঞতা।
ডিসপ্লের দিক থেকেও উন্নতি আনছে লাভা। অগ্নি ৪–এ থাকছে ১.৫কে ওলেড (OLED) ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। সিনেমা দেখা, গেম খেলা বা ওয়েব ব্রাউজিং—সব ক্ষেত্রেই এই স্ক্রিন আরও উজ্জ্বল ও মসৃণ ভিজ্যুয়াল দেবে।
ব্যাটারি অংশেও রয়েছে উন্নতি। ফোনটিতে থাকবে ৫,০০০ এমএএইচ ব্যাটারি এবং ৬৬ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা। অর্থাৎ মাত্র কয়েক মিনিটের চার্জেই ব্যবহারকারী পেয়ে যাবেন দীর্ঘ সময়ের ব্যাকআপ। আগের অগ্নি ৩ মডেলের তুলনায় এবার যুক্ত হয়েছে উন্নত পাওয়ার ম্যানেজমেন্ট সিস্টেম।
ক্যামেরা অংশে থাকছে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও একটি আল্ট্রা–ওয়াইড লেন্স। ক্যামেরা পারফরম্যান্স বাড়াতে কোম্পানি ব্যবহার করতে পারে নতুন এআই–ভিত্তিক ইমেজ প্রসেসিং প্রযুক্তি। সামনে থাকবে উচ্চ রেজোলিউশনের সেলফি ক্যামেরা।
সফটওয়্যারের দিক থেকেও লাভা দিচ্ছে আলাদা অভিজ্ঞতা। অগ্নি ৪ আসবে **‘জিরো ব্লোটওয়্যার এক্সপেরিয়েন্স’**সহ, অর্থাৎ এতে কোনো অপ্রয়োজনীয় অ্যাপ ইনস্টল করা থাকবে না। পাশাপাশি কোম্পানি দেবে বিনামূল্যে ঘরে বসে রিপ্লেসমেন্ট সার্ভিস, যাতে ফোনে কোনো সমস্যা হলে ব্যবহারকারীরা বাড়িতেই সেবা পাবেন।
টেক বিশ্লেষকদের ধারণা, ফোনটির দাম ভারতে ৩০ হাজার রুপির নিচে রাখা হতে পারে। এটি বাজারে iQOO Z9 Pro, Redmi Note 14 Pro+, এবং Realme 13 Pro–এর মতো জনপ্রিয় মডেলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে। সব মিলিয়ে, শক্তিশালী ব্যাটারি, উন্নত চিপসেট, নতুন নকশা ও নির্ভরযোগ্য বিক্রয়োত্তর সেবার কারণে লাভা অগ্নি ৪ ভারতীয় প্রিমিয়াম–মিডরেঞ্জ স্মার্টফোন বাজারে এক বড় চমক হয়ে উঠতে পারে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ফাইনাল: কবে, কখন-যেভাবে দেখবেন লাইভ
- ইপিএস প্রকাশ করেছে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক
- নতুন মার্জিন নীতিতে কারা সুবিধা পাবেন, কারা হারাবেন?
- শেয়ারবাজারই হতে পারে ওষুধ শিল্পের নতুন প্রাণশক্তি: ডিএসই চেয়ারম্যান
- শেয়ারবাজারে নতুন মার্জিন বিধিমালা জারি করল বিএসইসি
- ভারত বনাম অস্ট্রেলিয়া: কবে, কখন, কোথায়-যেভবে দেখবেন সরাসরি(LIVE)
- নিউজিল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ: খেলাটি মোবাইলে সরাসরি দেখুন(LIVE)
- নিয়ন্ত্রক সংস্থার টানাপোড়েনে বিপর্যস্ত ব্যাংক ও শেয়ারবাজার
- বিএনপি মনোনীত প্রার্থীদের ৬ কোম্পানির শেয়ারে ঝলক
- পাঁচ ব্যাংকের শেয়ারহোল্ডারদের জন্য বাংলাদেশ ব্যাংকের বার্তা
- ‘নো ডিভিডেন্ড’- এর বদনাম ঘুচাল বস্ত্র খাতের তিন কোম্পানি
- পাঁচ ব্যাংকের বিনিয়োগকারীরা কী পাবেন? জানালেন গভর্নর
- সাপোর্টের রেকর্ড মুনাফা, ১৫ বছরে সর্বোচ্চ ডিভিডেন্ড
- হরলিকসের জোয়ারে ইউনিলিভারের মুনাফায় দুর্দান্ত প্রত্যাবর্তন
- ব্রাজিল বনাম হন্ডুরাস: ৭ গোলে শেষ হলো ম্যাচ, জানুন ফলাফল