ঢাকা, রবিবার, ৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২

যুক্তরাষ্ট্রের পর রাশিয়াও পারমাণবিক পরীক্ষা চালানোর পথে

২০২৫ নভেম্বর ০৯ ১২:২১:১৩

যুক্তরাষ্ট্রের পর রাশিয়াও পারমাণবিক পরীক্ষা চালানোর পথে

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে পারমাণবিক অস্ত্র পরীক্ষার প্রস্তাব নিয়ে কাজ শুরু করেছে ক্রেমলিন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এই তথ্য নিশ্চিত করেছেন। রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে নিউইয়র্ক পোস্ট শনিবার এই খবর প্রকাশ করেছে।

ল্যাভরভ বলেন, ৫ নভেম্বর নিরাপত্তা পরিষদের সভায় প্রেসিডেন্ট পুতিন পারমাণবিক পরীক্ষা চালানোর জন্য নির্দেশ দিয়েছেন। আমরা ইতোমধ্যেই প্রস্তুতি নিচ্ছি। ফলাফল সম্পর্কে জনগণকে জানানো হবে।

তিনি আরও উল্লেখ করেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্র তিন দশকের মধ্যে প্রথমবারের মতো পারমাণবিক পরীক্ষা পুনরায় শুরু করবে। তবে ট্রাম্পের বক্তব্যে তিনি পারমাণবিক অস্ত্র বহনকারী পরীক্ষা চালানো হবে নাকি সাবক্রিটিক্যাল পরীক্ষা হবে তা স্পষ্ট নয়। হয়তো ট্রাম্প সত্যিই পূর্ণ-স্কেল পারমাণবিক পরীক্ষা পুনরায় শুরু করার কথা বলছেন, মন্তব্য করেন ল্যাভরভ।

এর আগে ট্রাম্প জানিয়েছেন, রাশিয়া ও চীনের সঙ্গে তাল মিলিয়ে চলতে যুক্তরাষ্ট্রও পরীক্ষা চালাবে। ট্রুথ সোশ্যালে তিনি লেখেন, অন্য দেশগুলোর পরীক্ষামূলক কর্মসূচির কারণে যুদ্ধ বিভাগের প্রতি নির্দেশ দেওয়া হয়েছে আমাদের পারমাণবিক অস্ত্রের পরীক্ষা সমানভাবে শুরু করতে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ১৯৯২ সাল থেকে কোনো পারমাণবিক পরীক্ষা চালায়নি। সেই সময় থেকে দেশটি স্বেচ্ছায় স্থগিতাদেশ পালন করছে। তবে সাম্প্রতিক বছরগুলোতে গোপনভাবে পারমাণবিক পরীক্ষা চালিয়েছে চীন, আর একমাত্র উত্তর কোরিয়া নিয়মিত পারমাণবিক পরীক্ষা চালাচ্ছে বলে মনে করা হয়।

কেএমএ

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত