ঢাকা, রবিবার, ৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২

যুক্তরাষ্ট্রে শাটডাউনে আকাশপথে বিশৃঙ্খলা, হাজারেরও বেশি ফ্লাইট বাতিল

২০২৫ নভেম্বর ০৯ ১১:৪৬:৩৩

যুক্তরাষ্ট্রে শাটডাউনে আকাশপথে বিশৃঙ্খলা, হাজারেরও বেশি ফ্লাইট বাতিল

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে সরকারি শাটডাউনের কারণে টানা দ্বিতীয় দিনে বিমান চলাচলে বিশৃঙ্খলা অব্যাহত রয়েছে। শনিবার (৮ নভেম্বর) একদিনে এক হাজার ৪০০টিরও বেশি ফ্লাইট বাতিল হয়েছে, আরও কয়েক হাজার বিমানযাত্রা বিলম্বিত হয়েছে। এই পরিস্থিতি আগামী কয়েক দিন আরও খারাপ হওয়ার আশঙ্কা প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

ফ্লাইট ট্র্যাকিং সাইট ফ্লাইটঅ্যাওয়ার জানায়, শুক্রবারের তুলনায় শনিবার বিলম্বিত ফ্লাইটের সংখ্যা কিছুটা কমলেও প্রায় ৬ হাজার ফ্লাইটে দেরি হয়েছে। শাটডাউনের শুরু ১ অক্টোবর থেকে এখনও এই অচলাবস্থা চলছে। মার্কিন কংগ্রেসে অর্থায়ন নিয়ে রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের দ্বন্দ্ব সমাধান হয়নি, যা ইতিহাসের দীর্ঘতম শাটডাউনের দিকে নিয়ে যাচ্ছে।

ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, বিমান নিয়ন্ত্রকেরা বেতন ছাড়া কাজ করায় ক্লান্তি ও অনুপস্থিতির কারণে দেশের ব্যস্ততম ৪০টি বিমানবন্দরে ফ্লাইট চলাচল ১০ শতাংশ পর্যন্ত কমানো হয়েছে। ট্রান্সপোর্টেশন সিকিউরিটি এজেন্সির (টিএসএ) ৬৪ হাজার কর্মীর বেশিরভাগই বেতন পাচ্ছেন না, যা বিমানবন্দর নিরাপত্তাতেও প্রভাব ফেলছে।

নিউ জার্সির নিউয়ার্ক লিবার্টি ইন্টারন্যাশনাল, শার্লট/ডগলাস এবং শিকাগো ও’হেয়ার আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে সবচেয়ে বেশি ফ্লাইট বাতিল বা বিলম্ব হয়েছে। জন এফ কেনেডি ইন্টারন্যাশনাল, হার্টসফিল্ড-জ্যাকসন আটলান্টা ও লা গার্ডিয়া বিমানবন্দরে ফ্লাইট ছাড়তে যথাক্রমে তিন ঘণ্টা, আড়াই ঘণ্টা ও এক ঘণ্টার মতো দেরি হয়েছে।

এফএএ জানিয়েছে, আগামী দিনে আরও ফ্লাইট বাতিল করা হবে। ১১ নভেম্বর ৬ শতাংশ, ১৩ নভেম্বর ৮ শতাংশ এবং ১৪ নভেম্বর পর্যন্ত ১০ শতাংশ ফ্লাইট বাতিলের পরিকল্পনা রয়েছে। সংস্থার ভাষ্য, এটি নিরাপত্তা বজায় রাখার জন্য প্রয়োজনীয়।

এ সময় আমেরিকান এয়ারলাইনসও সরকারের প্রতি আহ্বান জানিয়েছে, অচলাবস্থা শেষ করতে অবিলম্বে সমাধান বের করুন।

কেএমএ

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত