ঢাকা, রবিবার, ৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২

বাংলাদেশ বনাম আফগানিস্তান: খেলাটি সরাসরি(LIVE) মোবাইলে দেখুন

২০২৫ নভেম্বর ০৯ ০৯:২৪:৩৯

বাংলাদেশ বনাম আফগানিস্তান: খেলাটি সরাসরি(LIVE) মোবাইলে দেখুন

সরকার ফারাবী: পাঁচ ম্যাচের যুব ওয়ানডে (U-19 ODI) সিরিজের পঞ্চম এবং শেষ ম্যাচে আজ রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে স্বাগতিক বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল এবং সফরকারী আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল। সিরিজের ফলাফলের ওপর ভিত্তি করে এই ম্যাচটি সিরিজ নির্ধারণের অলিখিত ফাইনাল হতে পারে । নিজেদের হোম কন্ডিশনে সিরিজ শেষ করে যুব বিশ্বকাপের আগে আত্মবিশ্বাস বাড়ানোই বাংলাদেশের লক্ষ্য। অন্যদিকে, আফগান যুব দল তাদের প্রতিভা প্রদর্শন করে একটি ইতিবাচক ফল নিয়ে সফর শেষ করতে চাইবে।

দুই দলের একাদশ (Predicted Playing XI):

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ (Bangladesh U-19): আশিকুর রহমান শিবলি (উইকেটরক্ষক), আদিল বিন সিদ্দিক, রিজওয়ান, মাহিদুল ইসলাম অঙ্কন (অধিনায়ক), আরিফুল ইসলাম, শাহরিয়ার সাকিব, শেখ পারভেজ জীবন, ওয়াসিফ হাসান, মারুফ মৃধা, ইকবাল হাসান, রোহানাত দৌল্লা বর্ষণ।

আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ (Afghanistan U-19): রহমানুল্লাহ, জামশেদ, নাসের খান, সোহেল খান, রহিমুল্লাহ (উইকেটরক্ষক), নাঙ্গিয়ালাই খারোটে, ফরিদুন দাওয়ুদজাই, আব্দুল গফফার (অধিনায়ক), ফারুকী, সামিউল্লাহ, নাভিদ জাদরান।

ম্যাচ দেখার উপায়:

সরাসরি দেখতে এখানে ক্লিক করুন।

টিভিতে সম্প্রচার: এই যুব ওয়ানডে সিরিজটি সাধারণত টি স্পোর্টস (T Sports) চ্যানেলে সরাসরি সম্প্রচারিত হয়।

অনলাইন স্ট্রিমিং: টি স্পোর্টস অ্যাপ/ওয়েবসাইট এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অফিসিয়াল ডিজিটাল প্ল্যাটফর্মেও লাইভ স্ট্রিমিং দেখা যেতে পারে।

ট্যাগ: আজকের খেলা আফগানিস্তান ক্রিকেট live cricket bangladesh cricket বাংলাদেশ ক্রিকেট বাংলাদেশ বনাম আফগানিস্তান cricket live match বাংলাদেশ ক্রিকেট বোর্ড bangladesh vs afghanistan live বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ bangladesh vs afghanistan লাইভ খেলা মাহিদুল ইসলাম অঙ্কন টি স্পোর্টস লাইভ mahidul islam ankon T Sports Live বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ Live Streaming বিসিবি লাইভ Bangladesh U19 Afghanistan U19 Rajshahi Stadium youth cricket Afghanistan Cricket Bangladesh Cricket Board ক্রিকেট ম্যাচ লাইভ যুব বিশ্বকাপ প্রস্তুতি আশিকুর রহমান শিবলি Ashiqur Rahman Shibli U19 ODI Series যুব ওয়ানডে সিরিজ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট রাজশাহী শহীদ কামারুজ্জামান স্টেডিয়াম বাংলাদেশ যুব দল আফগান যুব দল বাংলাদেশ বনাম আফগানিস্তান সরাসরি অনলাইন স্ট্রিমিং বাংলাদেশ আফগানিস্তান ম্যাচ সময় বাংলাদেশ বনাম আফগানিস্তান স্কোর বাংলাদেশ বনাম আফগানিস্তান ফলাফল Today’s Match Bangladesh Youth Team Afghanistan Youth Team U19 World Cup Preparation BCB Live Online Streaming Bangladesh Afghanistan Match Time Bangladesh vs Afghanistan Score Bangladesh vs Afghanistan Result

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

খেলাধুলা এর অন্যান্য সংবাদ