ঢাকা, শনিবার, ৮ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২

সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ প্রাথমিক শিক্ষকদের আন্দোলন

২০২৫ নভেম্বর ০৮ ১৭:০৩:৫৯

সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ প্রাথমিক শিক্ষকদের আন্দোলন

নিজস্ব প্রতিবেদক: ঢাকায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলন ছত্রভঙ্গ করতে পুলিশ সাউন্ড গ্রেনেড ব্যবহার করেছে, যার ফলে শিক্ষকরা ছত্রভঙ্গ হয়ে পড়েন এবং একাধিক শিক্ষক আহত হয়েছেন।

শনিবার (৮ নভেম্বর) বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে এই ঘটনা ঘটেছে।

এর আগে শিক্ষকরা দুপুরের পর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শাহবাগের দিকে তিন দফা দাবিতে যাত্রা শুরু করেছিলেন। পুলিশ তাদের পদযাত্রা বাধাগ্রস্ত করে। সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর শিক্ষকেরা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থান নেন।

শিক্ষকরা যেসব দাবিতে আন্দোলন করছেন, তা হলো:

দশম গ্রেড প্রদান: সহকারী শিক্ষকদের দীর্ঘদিনের দাবির ভিত্তিতে দশম গ্রেডে বেতন-ভাতা নিশ্চিত করা।

উচ্চতর গ্রেড সমস্যার সমাধান: ১০ ও ১৬ বছর চাকরি পূর্তিতে উচ্চতর গ্রেড প্রদান সংক্রান্ত জটিলতা ও সমস্যার স্থায়ী সমাধান।

শতভাগ পদোন্নতি: সহকারী শিক্ষকদের জন্য শতভাগ বিভাগীয় পদোন্নতির নিশ্চয়তা প্রদান।

কেএমএ

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত