ঢাকা, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫, ২২ কার্তিক ১৪৩২

শেখ হাসিনার আজীবন সদস্যপদ বাতিলের সিদ্ধান্ত ডাকসুর

২০২৫ নভেম্বর ০৬ ১৭:৫৮:৩০

শেখ হাসিনার আজীবন সদস্যপদ বাতিলের সিদ্ধান্ত ডাকসুর

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সিদ্ধান্ত নিয়েছে, ২০১৯ সালে শেখ হাসিনাকে দেওয়া আজীবন সদস্যপদ বাতিল করা হবে। ২০১৯ সালের ডাকসুর দ্বিতীয় সাধারণ সভায় তাকে এই পদ দেওয়া হয়েছিল। ডাকসু নেতারা নীতিগতভাবে এই পদ বাতিলের সিদ্ধান্তে একমত হয়েছেন বলে জানিয়েছেন এজিএস মহিউদ্দিন খান।

মহিউদ্দিন খান বলেন, ‘যেমন ২০১৯ সালের দ্বিতীয় সাধারণ সভায় সদস্যপদ দেওয়া হয়েছিল, ঠিক তেমনিভাবে ২০২৫ সালের দ্বিতীয় সাধারণ সভায় তা বাতিল করা হবে। সব নির্বাচিত প্রতিনিধি সিদ্ধান্তটিতে নীতিগতভাবে একমত হয়েছেন। এটি মূলত একটি আনুষ্ঠানিকতা মাত্র।’

এজিএস আরও বলেন, ‘আমরা শিক্ষার্থীদের সঙ্গে ডাকসুর কার্যক্রম নিয়ে কাজ করছি। নির্বাচনের আগে আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম, সবাইকে সঙ্গে নিয়ে কাজ করব। এখনো আমরা সেই চেষ্টা চালিয়ে যাচ্ছি। প্রতিশ্রুত কাজগুলোকে আমরা দুটি ভাগে ভাগ করেছি: এক হলো অস্থায়ী বা তাৎক্ষণিক সেবা সম্পর্কিত কাজ, আর দ্বিতীয় হলো দীর্ঘমেয়াদি নীতিগত পরিবর্তন।’

তিনি উল্লেখ করেন, ‘সেবা সম্পর্কিত কিছু কাজ ইতিমধ্যেই দৃশ্যমান হয়েছে, আর কিছু কাজ শিগগিরই সম্পন্ন হবে। নীতিগত পরিবর্তনের ক্ষেত্রে যদিও সব কাজ এখনই বাস্তবায়ন করা সম্ভব নয়, তবে আমরা প্রক্রিয়া শুরু করেছি। আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, এই কাজগুলো ধীরে ধীরে বাস্তবায়নের দিকে এগিয়ে যাবে।’

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত