ঢাকা, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫, ২২ কার্তিক ১৪৩২

ভারত-নেপালের বিপক্ষে দল ঘোষণা করল বাফুফে, জানুন খেলার সময়সূচি

২০২৫ নভেম্বর ০৫ ২২:৫৭:৫২

ভারত-নেপালের বিপক্ষে দল ঘোষণা করল বাফুফে, জানুন খেলার সময়সূচি

সরকার ফারাবী: বাংলাদেশ জাতীয় ফুটবল দল এশিয়ান কাপ বাছাইপর্ব ও একটি প্রীতি ম্যাচ সামনে রেখে ঘোষণা করেছে ২৭ সদস্যের প্রাথমিক স্কোয়াড। দলে ফিরেছেন অভিজ্ঞ মিডফিল্ডার মোহাম্মদ ইব্রাহিম, তবে বাদ পড়েছেন তরুণ ডিফেন্ডার ফাহমিদুল ইসলাম।

প্রধান কোচ হাভিয়ের কাবরেরা এবারও নির্ভর করেছেন পরিচিত মুখের ওপর। তিনি জানিয়েছেন, ভারতের বিপক্ষে বাছাইপর্ব ও নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচে পারফরম্যান্সের ধারাবাহিকতা বজায় রাখাই মূল লক্ষ্য।

ম্যাচ সূচি

১৩ নভেম্বর – প্রীতি ম্যাচ: বাংলাদেশ বনাম নেপাল

১৮ নভেম্বর – এশিয়ান কাপ বাছাইপর্ব (দ্বিতীয় লেগ): বাংলাদেশ বনাম ভারত

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ইতোমধ্যে শুরু হয়েছে অনুশীলন ক্যাম্প। সাধারণত ক্যাম্প শুরুর আগেই স্কোয়াড ঘোষণা করা হয়, তবে এবার অনুশীলনের ছয় দিন পর প্রাথমিক দল প্রকাশ করা হয়েছে।

২৭ সদস্যের প্রাথমিক স্কোয়াড

গোলকিপার: মিতুল মারমা, সুজন হোসেন, মেহেদী হাসান, পাপ্পু হোসেন।

ডিফেন্ডার: তারিক কাজী, রহমত মিয়া, শাকিল আহাদ, জায়ান আহমেদ, আবদুল্লাহ ওমর, শাকিল হোসেন, তপু বর্মণ, তাজ উদ্দিন, সাদ উদ্দিন।

মিডফিল্ডার: কাজেম শাহ, শেখ মোরছালিন, হামজা চৌধুরী, শমিত সোম, জামাল ভূঁইয়া, সোহেল রানা (সিনিয়র), সোহেল রানা (জুনিয়র), মোহাম্মদ হৃদয়।

ফরোয়ার্ড: আরমান ফয়সাল, শাহরিয়ার ইমন, মোহাম্মদ ইব্রাহিম, আল আমিন, ফয়সাল আহমেদ, রাকিব হোসেন।

দলের মূল পরিকল্পনা

মাঝমাঠের নিয়ন্ত্রণেই জোর দিচ্ছে কোচিং স্টাফ। ইংল্যান্ড প্রবাসী হামজা চৌধুরী ও সৃজনশীল মিডফিল্ডার শমিত সোমের উপস্থিতিতে আক্রমণভাগ আরও সংগঠিত হবে বলে আশা করা হচ্ছে। অভিজ্ঞ জামাল ভূঁইয়া ও নবাগত মোহাম্মদ হৃদয়ের যুগলবন্দি মিডফিল্ডে ভারসাম্য আনবে।

বিশ্লেষণ

ফুটবল বিশ্লেষকদের মতে, তরুণ ও অভিজ্ঞ খেলোয়াড়দের সমন্বয়ে গঠিত এই স্কোয়াড ভারতের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করার মতো সক্ষমতা রাখে। আক্রমণ ও রক্ষণভাগে স্থিতিশীলতা আনতে পারলে বাংলাদেশ ভালো ফলাফল পেতে পারে।

ট্যাগ: হামজা চৌধুরী বাংলাদেশ ফুটবল দল জামাল ভূঁইয়া বাংলাদেশ স্কোয়াড bangladesh vs india match ভারত বনাম বাংলাদেশ বাংলাদেশ জাতীয় দল বাংলাদেশ স্পোর্টস নিউজ bangladesh football team football bangladesh এশিয়ান কাপ বাছাইপর্ব India vs Bangladesh বাংলাদেশ বনাম ভারত ফুটবল Bangladesh football news বাংলাদেশ ফুটবল খবর Bangladesh national team Javier Cabrera Jamal Bhuyan Bangabandhu National Stadium হাভিয়ের কাবরেরা বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম Bangladesh vs Nepal match বাংলাদেশ বনাম ভারত ম্যাচ বাংলাদেশ বনাম নেপাল ম্যাচ নেপাল বনাম বাংলাদেশ এশিয়ান কাপ ২০২৫ ফুটবল বাংলাদেশ প্রীতি ম্যাচ বাংলাদেশ বাংলাদেশ বনাম নেপাল প্রীতি ম্যাচ বাংলাদেশ বনাম ভারত বাছাইপর্ব Nepal vs Bangladesh Bangladesh squad Hamza Chowdhury Asian Cup qualifiers Asian Cup 2025 Bangladesh sports news Bangladesh vs India football Bangladesh friendly match Bangladesh vs Nepal friendly Bangladesh vs India qualifiers

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

খেলাধুলা এর অন্যান্য সংবাদ