ঢাকা, বুধবার, ৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২

ফের বাড়ল ইবতেদায়ি বৃত্তি ফরম পূরণের শেষ সময়

২০২৫ নভেম্বর ০৫ ১২:২৯:৫৬

ফের বাড়ল ইবতেদায়ি বৃত্তি ফরম পূরণের শেষ সময়

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড ইবতেদায়ি (পঞ্চম শ্রেণি) বৃত্তি পরীক্ষার ফরম পূরণের সময়সীমা দ্বিতীয়বারের মতো বাড়িয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, শিক্ষার্থীরা ৬ নভেম্বর (বৃহস্পতিবার) পর্যন্ত অনলাইনে ফরম পূরণ করতে পারবেন।

মঙ্গলবার (৪ নভেম্বর) বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (গোপনীয়) ড. মো. মহাতাব হোসেনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ সময়সীমা বাড়ানোর বিষয়টি নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বিশেষ বিবেচনায় এই সময় বাড়ানো হয়েছে এবং ভবিষ্যতে আর কোনো সময়সীমা বাড়ানো হবে না।

নতুন সময়সূচি অনুযায়ী, বোর্ড ফি জমা দেওয়ার শেষ তারিখ ৫ নভেম্বর এবং অনলাইনে ফরম পূরণের শেষ তারিখ ৬ নভেম্বর (বৃহস্পতিবার) নির্ধারণ করা হয়েছে। বোর্ড ফি জমা দেওয়ার পরই শিক্ষার্থীরা তথ্য আপলোডের জন্য নতুন এন্ট্রি অপশন ব্যবহার করতে পারবেন।

মাদরাসা শিক্ষা বোর্ড জানিয়েছে, সময়সীমা বৃদ্ধির সিদ্ধান্ত অনুমোদিত মাদরাসা প্রধান ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুরোধ এবং বাস্তব পরিস্থিতি বিবেচনায় নিয়ে নেওয়া হয়েছে।

প্রকাশিত সময়সূচি অনুযায়ী, ইবতেদায়ি বৃত্তি পরীক্ষা আগামী ২৮ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত