ঢাকা, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২

ক্রীড়াঙ্গনের চার তারকা বিএনপির প্রার্থী তালিকায়

২০২৫ নভেম্বর ০৪ ১৬:৩২:২১

ক্রীড়াঙ্গনের চার তারকা বিএনপির প্রার্থী তালিকায়

নিজস্ব প্রতিবেদক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি দেশের ক্রীড়াঙ্গনের চার জনকে সম্ভাব্য প্রার্থী হিসেবে ঘোষণা করেছে। সোমবার (৩ নভেম্বর) রাতের প্রকাশিত তালিকায় চারজনের নাম নিশ্চিত হয়।

ঘোষিত তালিকা অনুযায়ী, ঢাকা-১৬ আসন থেকে মনোনয়ন পেয়েছেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক। খুলনা-৫ আসনে সম্ভাব্য প্রার্থী হিসেবে রয়েছেন সাবেক বিসিবি সভাপতি আলী আসগর লবি। ঢাকা-৬ আসনে মনোনয়ন পেয়েছেন ক্রীড়া সংগঠক ও বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

এছাড়া নারায়ণগঞ্জ-৫ আসনে সম্ভাব্য প্রার্থী হিসেবে রয়েছেন ক্রীড়া সংগঠক মাসুদুজ্জামান মাসুদ, যিনি সিসিডিএমের সাবেক ভাইস চেয়ারম্যান ও মোহামেডান ক্লাবের ক্রিকেট কমিটির চেয়ারম্যান ছিলেন। বিএনপি সূত্রে জানা গেছে, আসন্ন নির্বাচনে ক্রীড়াঙ্গনের জনপ্রিয় মুখদের রাজনীতিতে যুক্ত করে দলের কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ডুয়া/নয়ন

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত