ঢাকা, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২

বাড়ি-বাড়ি হানা, ঢাকায় ৯ তলায়ও ধরা পড়ছে সাপ

২০২৫ নভেম্বর ০৪ ১৫:২২:৫৭

বাড়ি-বাড়ি হানা, ঢাকায় ৯ তলায়ও ধরা পড়ছে সাপ

নিজস্ব প্রতিবেদক :ঢাকার বিভিন্ন এলাকায় কয়েক মাস ধরে বিষধর সাপের উপস্থিতি ধরা পড়ছে। গত চার মাসে বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ঢাকার জনবহুল এলাকা থেকে মোট ৩৫১টি সাপ উদ্ধার করেছে। সাপগুলো বাসার ভিতরে, গ্যারেজে এমনকি বহুতল ভবনের ৯ তলায় পর্যন্ত দেখা গেছে। উদ্ধারকৃত সাপের মধ্যে পদ্মগোখরা, রাসেলস ভাইপার, খৈয়া গোখরা এবং রাজ কিউটের মতো বিষধর প্রজাতিও রয়েছে।

গবেষকরা বলছেন, সাধারণত বর্ষাকালে সাপের উপদ্রব বেড়ে যায়। বৃষ্টির পানি যখন সাপের আবাসস্থলে ঢুকে পড়ে, তখন সাপ শুকনো আশ্রয়ের জন্য উঁচু স্থান বা মানুষের বসতি ও ঘরে ঢুকে পড়ে। তবে ঢাকার মতো জনবহুল এলাকায় এতগুলো বিষধর সাপ পাওয়া একদিকে বিস্ময়ের, অন্যদিকে কিছু গবেষকের মতে বিষয়টি স্বাভাবিক।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ফরিদ আহসান বিষয়টিকে ‘আনইউজুয়াল এবং চিন্তার’ বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, ঢাকা শহরে সাপ থাকতে পারে যদি ঝোপঝাড় থাকে, কিন্তু এত বড় সংখ্যক বিষধর সাপ পাওয়া একবারে উদ্বেগজনক। চট্টগ্রাম মেডিকেল কলেজের ভেনম রিসার্চ সেন্টারের রিসার্চ অ্যাসোসিয়েট মো. মিজানুর রহমান মনে করেন, জলাশয় ও খাল-বিল ভরাট করে মানুষ বাসস্থান তৈরি করায় সাপের প্রাকৃতিক আবাসস্থল সংকুচিত হয়েছে। এ কারণে সাপ মানুষের বসতিতে ঢুকে পড়ছে।

ডুয়া/নয়ন

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত