ঢাকা, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২

দলীয় মনোনয়ন ঘিরে সহিংসতা, বিএনপির চার নেতা বহিষ্কার

২০২৫ নভেম্বর ০৪ ০৯:৩৯:৪৫

দলীয় মনোনয়ন ঘিরে সহিংসতা, বিএনপির চার নেতা বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দলীয় মনোনয়ন নিয়ে সহিংসতা, হানাহানি ও সড়ক অবরোধসহ জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডের কারণে বিএনপি চার নেতাকে বহিষ্কার করেছে।

মঙ্গলবার (৪ নভেম্বর) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার সন্ধ্যার পরে চট্টগ্রাম উত্তর জেলার সীতাকুন্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কদমরসুল, ভাটিয়ারি বাজার ও জলিল গেইট এলাকায় দলীয় মনোনয়ন নিয়ে সংঘটিত সহিংসতা, হানাহানি ও রাস্তা অবরোধসহ নানাবিধ জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকার কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

বহিষ্কৃত নেতাদের মধ্যে রয়েছেন:

সীতাকুন্ড উপজেলা সেচ্ছাসেবক দলের সভাপতি আলাউদ্দিন মনি (আসলাম চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত), সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন বাবর, সীতাকুন্ড পৌরসভার আহ্বায়ক মামুন, যুবদলের সোনাইছড়ীর সাধারণ সম্পাদক মমিন উদ্দিন মিন্টু।

কেএমএ

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত