ঢাকা, সোমবার, ৩ নভেম্বর ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২

আজকের খেলার সময়সূচি (৩ নভেম্বর)

২০২৫ নভেম্বর ০৩ ০৮:৪৫:২৪

আজকের খেলার সময়সূচি (৩ নভেম্বর)

স্পোর্টস ডেস্ক: আজকের দিনটি খেলাধুলার ভক্তদের জন্য একেবারেই ব্যস্তময়। সকালে গড়াচ্ছে জাতীয় ক্রিকেট লিগের চারটি ম্যাচ, আর রাতে ইউরোপজুড়ে ফুটবলের বড় বড় লিগের জমজমাট লড়াই। ক্রিকেটপ্রেমীরা যেমন উপভোগ করবেন ঘরোয়া টেস্ট ক্রিকেটের টানটান প্রতিযোগিতা, তেমনি ফুটবলভক্তরা রাতভর দেখতে পাবেন সিরি ‘আ’, প্রিমিয়ার লিগ ও লা লিগার আকর্ষণীয় ম্যাচগুলো।

ক্রিকেট

আজ জাতীয় ক্রিকেট লিগে মাঠে নামছে আটটি দল। সিলেটের মুখোমুখি ঢাকা, ময়মনসিংহের প্রতিপক্ষ রংপুর, খুলনা লড়বে রাজশাহীর সঙ্গে এবং চট্টগ্রাম খেলবে বরিশালের বিপক্ষে। সবগুলো ম্যাচ শুরু হবে সকাল ৯টা ৩০ মিনিটে, সরাসরি দেখা যাবে ইউটিউব/বিসিবি লাইভে।

ফুটবল

রাতের খেলায় ইতালির সিরি ‘আ’-তে আজ রয়েছে দুটি ম্যাচ। সাসসুয়োলা বনাম জেনোয়া ম্যাচ শুরু হবে রাত ১১টা ৩০ মিনিটে, আর লাৎসিও বনাম কায়েরি ম্যাচ শুরু রাত ১টা ৪৫ মিনিটে। দুটি ম্যাচই সম্প্রচার করবে ডিএজেডএন (DAZN)।

ইংলিশ প্রিমিয়ার লিগে আজ মুখোমুখি হচ্ছে সান্ডারল্যান্ড ও এভারটন, ম্যাচটি শুরু হবে রাত ২টা, সরাসরি দেখা যাবে স্টার স্পোর্টস সিলেক্ট ১ চ্যানেলে।

লা লিগায় আজ মাঠে নামবে ওভিয়েদো ও ওসাসুনা, এই ম্যাচও শুরু হবে রাত ২টা, দেখা যাবে বিগিন অ্যাপ (BeIN App)-এ।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত