ঢাকা, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ২৯ কার্তিক ১৪৩২
লেবাননে ইসরায়েলের বিমান হামলা, নিহত চার
আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ লেবাননে ইসরায়েলের বিমান হামলায় কমপক্ষে চারজন নিহত ও তিনজন আহত হয়েছেন বলে জানিয়েছে লেবাননের জনস্বাস্থ্য মন্ত্রণালয়। এ হামলা প্রায় এক বছর ধরে চলা যুদ্ধবিরতির ওপর নতুন করে চাপ সৃষ্টি করেছে। শনিবার নাবাতিয়েহ জেলার কাফার্সির শহরে এই হামলার ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে লেবাননের কর্তৃপক্ষ।
লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানায়, স্থানীয় সময় দুপুর ২টা ১৫ মিনিটে গাইডেড ক্ষেপণাস্ত্র ব্যবহার করে একটি গাড়ি লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েলি বাহিনী।
এই হামলার একদিন আগেই লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন সীমান্তবর্তী সংঘাতের স্থায়ী সমাধানের জন্য আলোচনার প্রস্তাব দেন এবং ইসরায়েলকে উত্তেজনা বাড়ানোর অভিযোগ করেন।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বে দক্ষিণ ইসরায়েলে হামলার পর থেকেই হিজবুল্লাহ ইসরায়েলের বিরুদ্ধে অভিযান শুরু করে। এক বছরেরও বেশি সময়ের সংঘাত শেষে ২০২৪ সালের নভেম্বরে দুই পক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হয়।
তবে যুদ্ধবিরতির পরও ইসরায়েল প্রায় প্রতিদিনই দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় বিমান হামলা চালাচ্ছে। ইসরায়েল দাবি করছে, এসব হামলা হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে। কিন্তু হামলায় বেসামরিক নাগরিক ও সাংবাদিকরাও নিহত হচ্ছেন।
জাতিসংঘের হিসাব অনুযায়ী, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে লেবাননে অন্তত ১১১ জন বেসামরিক নাগরিক ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন।
অক্টোবরের মাঝামাঝি সময়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতির পর প্রেসিডেন্ট আউন ইসরায়েলের সঙ্গে আলোচনার আহ্বান জানান। তিনি বলেন, আলোচনার মূল লক্ষ্য ইসরায়েলি দখলদারিত্বের অবসান ঘটানো।
অন্যদিকে ইসরায়েল অভিযোগ করেছে, লেবাননের সরকার হিজবুল্লাহকে নিরস্ত্র করতে ব্যর্থ হয়েছে, ফলে যুদ্ধবিরতি কার্যকর রাখতে তারা বাধাগ্রস্ত। হিজবুল্লাহ আবার নিরস্ত্রীকরণের প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছে।
এদিকে সীমান্ত উত্তেজনা বাড়ার পর লেবাননের সেনাবাহিনীকে নতুন করে দক্ষিণাঞ্চলে যেকোনো ইসরায়েলি হামলা প্রতিরোধে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ইসরায়েলি বাহিনী সীমান্তবর্তী ব্লিদা শহরে প্রবেশ করার কয়েক ঘণ্টা পর এই নির্দেশ জারি করা হয়।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ জানিয়েছে, ইসরায়েলি বাহিনী টাউন হলে হামলা চালিয়ে পৌরকর্মী ইব্রাহিম সালামেহকে হত্যা করে, যিনি তখন সেখানে ঘুমাচ্ছিলেন।
ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, তাদের লক্ষ্য ছিল হিজবুল্লাহর অবকাঠামো ধ্বংস করা এবং তাৎক্ষণিক হুমকির জবাব দেওয়া। তবে হামলার বিষয়ে তারা কোনো সুনির্দিষ্ট প্রমাণ উপস্থাপন করতে পারেনি।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: লিড নিল বাংলাদেশ, দেখুন সর্বশেষ স্কোর-LIVE
- বাংলাদেশ বনাম ভারত: খেলাটি কবে, কোথায়, কখন-জানুন সময়সূচি
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: জয়-সাদমানের ফিফটি, দেখনু বর্তমান ফলাফল
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: প্রথম দিনের খেলা শেষ, জানুন স্কোর
- নতুন মার্জিন নীতিতে কারা সুবিধা পাবেন, কারা হারাবেন?
- ভারত বনাম অস্ট্রেলিয়া: কবে, কখন, কোথায়-যেভবে দেখবেন সরাসরি(LIVE)
- চলছে বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের ১ম টেস্ট ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন(LIVE)
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: নাহিদ-মিরাজের জোড়া শিকার, সরাসরি(LIVE) দেখুন এখানে
- নিউজিল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ: খেলাটি মোবাইলে সরাসরি দেখুন(LIVE)
- শেয়ারবাজারে নতুন মার্জিন বিধিমালা জারি করল বিএসইসি
- ইপিএস প্রকাশ করেছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ
- দুই বছর ডিভিডেন্ড না দেওয়ায় ‘জেড’ ক্যাটাগরিতে অবনমন
- আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ঝড়ো শুরু, সরাসরি দেখুন এখানে(LIVE)
- বিএসইসির সাবেক চেয়ারম্যান খায়রুল হোসেনের বিরুদ্ধে দুদকের তদন্ত শুরু
- পাঁচ ব্যাংকের শেয়ারহোল্ডারদের জন্য বাংলাদেশ ব্যাংকের বার্তা