ঢাকা, শনিবার, ১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২
সাম্প্রদায়িক সম্প্রীতি-সহনশীলতা বজায় রাখার আহ্বান ঢাবির
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগ মাধ্যম ও ব্যক্তি পর্যায়ে কিছু শিক্ষার্থীর ধর্ম, বিশ্বাস ও সাংস্কৃতিক ভাবাবেগের প্রতি অসম্মানজনক আচরণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীদের প্রতি সাম্প্রদায়িক সম্প্রীতি ও সহনশীলতা বজায় রাখার আহ্বান জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থীর সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্ট, মন্তব্য ও ছবি ব্যক্তির ধর্ম, বিশ্বাস এবং সংস্কৃতির প্রতি অবমাননাকর ও অসম্মানজনক বলে প্রতীয়মান হচ্ছে। এই ধরনের আচরণ ব্যক্তি পর্যায়েও লক্ষ্য করা গেছে, যা অত্যন্ত নিন্দনীয় এবং অপ্রত্যাশিত।
ঢাবি কর্তৃপক্ষ মনে করিয়ে দেয়, বাংলাদেশে বিভিন্ন ধর্ম, বর্ণ ও গোত্রের মানুষ দীর্ঘদিন ধরে সম্প্রীতি ও সহমর্মিতার সঙ্গে বসবাস করছে। পারস্পরিক সম্মানবোধ এবং সহনশীল মনোভাব একটি সচেতন নাগরিকের গুরুত্বপূর্ণ পরিচায়ক। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্ষেত্রে এই প্রত্যাশা আরও বেশি।
বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে, ধর্ম, সংস্কৃতি বা আচার-অনুষ্ঠানের ব্যঙ্গ-বিদ্রুপের মাধ্যমে হিংসা-বিদ্বেষ ছড়ানো বিশ্ববিদ্যালয় ও দেশের আইন অনুযায়ী অপরাধ হিসেবে গণ্য হবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ ধরনের পরিস্থিতি মোকাবেলায় নির্ধারিত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে।
জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়ের শান্তি ও শৃঙ্খলা রক্ষা এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার জন্য কর্তৃপক্ষ দৃঢ়প্রতিজ্ঞ। এ ক্ষেত্রে কোনো অপতৎপরতা রোধে কর্তৃপক্ষ কঠোর পদক্ষেপ নিতে দ্বিধা করবে না।
ঢাকা বিশ্ববিদ্যালয় বিশ্বাস করে, শিক্ষার্থীরা দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের অংশ হিসেবে পারস্পরিক সহনশীলতা, শ্রদ্ধা ও সম্প্রীতির উদাহরণ তৈরি করবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যেমন দেশের সংকটকালে শিক্ষার্থীদের অবদান গর্বের, তেমনি সাম্প্রদায়িক সম্প্রীতির ক্ষেত্রে তাদের উদাহরণ গড়ে তোলাও গর্বের। তাই বিশ্ববিদ্যালয় সকল শিক্ষার্থীর কাছে প্রত্যাশা, যেন তারা হিংসা-বিদ্বেষ ছড়ানো থেকে বিরত থাকে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি(LIVE) দেখুন
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি ফ্রিতে সরাসরি(LIVE) দেখুন
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-টোয়েন্টি: যেভাবে দেখবেন লাইভ (LIVE)
- ডিএসই’র দুই ব্রোকারেজের ট্রেডিং লাইসেন্স বাতিল
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৯৫ কোম্পানি, দেখুন এক নজরে
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-২০: কবে, কখন, কোথায়-যেভাবে দেখবেন খেলাটি
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ: কখন, কোথায়-যেভাবে দেখবেন সরাসরি(LIVE)
- ইপিএস প্রকাশ করেছে ৬৮ কোম্পানি, দেখুন এক নজরে
- মার্জিন রুল থেকে মিউচুয়াল ফান্ড—সবখানেই আসছে বড় পরিবর্তন
- দক্ষিণ আফ্রিকা বনাম পাকিস্তান, খেলাটি সরাসরি(LIVE) দেখুন
- ডিভিডেন্ড ঘোষণা করেছে অগ্নী সিস্টেমস
- ডিভিডেন্ড ঘোষণা করেছে তালিকাভুক্ত২৪ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাষ্ট্রিজ
- ডিভিডেন্ড ঘোষণা করেছে জেএমআই হসপিটাল
- নেগেটিভ ইকুইটি মুক্ত করতে মার্জিন ঋণে তালা মারছে বিএসইসি