ঢাকা, রবিবার, ২ নভেম্বর ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২

মনমানসিকতা না বদলালে দেশে ভালো মানুষের বসবাস কঠিন হবে: রাশেদ খান

২০২৫ নভেম্বর ০১ ১৫:২৫:৫৭

মনমানসিকতা না বদলালে দেশে ভালো মানুষের বসবাস কঠিন হবে: রাশেদ খান

নিজস্ব প্রতিবেদক: আমাদের মনমানসিকতার পরিবর্তন না হলে এই দেশ ভালো মানুষের জন্য বসবাস অযোগ্য হয়ে পড়বে বলে মন্তব্য করেছেন, গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান।

শনিবার (১ নভেম্বর) নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।

রাশেদ খান লিখেছেন, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি–বাংলাদেশের (এআইইউবি) সহকারী অধ্যাপক সাঈদ ইব্রাহিম আহমেদের একাডেমিক ক্যারিয়ার অত্যন্ত সমৃদ্ধ। তিনি ইউনিভার্সিটি অব টরন্টো, ইউনিভার্সিটি অব কেন্ট ও ইম্পেরিয়াল কলেজ লন্ডন থেকে স্কলারশিপে পড়াশোনা করেছেন। ২০১৯ সাল থেকে নিয়মিত এআইইউবিতে শিক্ষকতা করছেন, শিক্ষার্থীদের পড়ান এবং নিজেও পড়াশোনা চালিয়ে যাচ্ছেন। এছাড়া মাঝে মাঝে পত্রিকায় কলামও লেখেন।

রাশেদ খান আরও বলেন, আমার সঙ্গে তার বহুবার আলাপ ও আলোচনা হয়েছে, যার ফলে বন্ধুত্বও গড়ে উঠেছে। দেশের ভবিষ্যৎ নিয়ে তার চিন্তাভাবনা খুবই ইতিবাচক। বিশেষ করে শিক্ষাক্ষেত্র, খেলাধুলা ও তরুণ প্রজন্মের উন্নয়নে তিনি কাজ করছেন। কিন্তু তার অপরাধ কী—সে একজন নেতার ছেলে? আমরা পরিবর্তনের রাজনীতি করি, অথচ যোগ্য শিক্ষক হলেও নেতার সন্তান হওয়াই যেন এখন অপরাধ।

তিনি বলেন, সাঈদ ইব্রাহিম এমন কেউ নন, যিনি নেতার ছেলে হিসেবে মিডিয়া বা ফেসবুকে সক্রিয়। তিনি ভদ্র, বিনয়ী ও আন্তরিক। তাহলে কি তিনি শিক্ষকতা ছেড়ে খারাপ কোনো কাজে জড়ালে সমাজ খুশি হতো?

রাশেদ খান ফেসবুকে চলমান নেতিবাচক প্রচারণারও সমালোচনা করেছেন। তিনি লিখেছেন, ফেসবুক এখন এমন জায়গা হয়ে গেছে, যেখানে যার বিষয়ে যা খুশি লেখা যায়, আর অনুগামীরা সেটাই বিশ্বাস করে প্রচার করে। এই মিথ্যাচার ও চরিত্রহনন কোনো নতুন রাজনৈতিক ষড়যন্ত্র নয়।

ড. মুহাম্মদ ইউনূসের প্রসঙ্গ টেনে তিনি বলেন, হ্যাঁ, ড. ইউনূস স্যারের প্রতি অনেকের শ্রদ্ধা ও ভালোবাসা আছে। তিনি ৮৫ বছরের। তার সঙ্গে স্মৃতি ধরে রাখা গৌরবের বিষয়—ঠিক যেমন ডা. জাফরুল্লাহ চৌধুরীর সঙ্গেও আমাদের স্মৃতি রয়েছে।

কেএমএ

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত