ঢাকা, সোমবার, ১২ জানুয়ারি ২০২৬, ২৮ পৌষ ১৪৩২

রাজধানীতে আজকের কর্মসূচি (১২ জানুয়ারি)

২০২৬ জানুয়ারি ১২ ১০:২০:০৯

রাজধানীতে আজকের কর্মসূচি (১২ জানুয়ারি)

নিজস্ব প্রতিবেদক: আজ সোমবার (১২ জানুয়ারি) রাজধানী ঢাকাসহ সারা দেশে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, রাজনৈতিক দল ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। দিনের উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে রয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাজনৈতিক সফর, বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় শোক সভা, ইইউ প্রতিনিধিদলের সঙ্গে জামায়াতের বৈঠক এবং টিআইবির সংবাদ সম্মেলন।

বিএনপির কর্মসূচি:

সকাল ১০টা ৩০ মিনিটে ঠাকুরগাঁও সদর উপজেলার কালিশবাড়ীতে এক মতবিনিময় সভায় অংশ নেবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সময়ে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ‘শোক সভা ও দোয়া মাহফিল’ অনুষ্ঠিত হবে, যেখানে উপস্থিত থাকবেন দলটির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান। এছাড়া বেলা ১১টায় চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক শ্রমিক সংগঠন আয়োজিত আলোচনা সভায় অংশ নেবেন স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান ও নজরুল ইসলাম খান।

জামায়াতে ইসলামীর কর্মসূচি:

দুপুর ১২টা ৩০ মিনিটে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ও ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ইভারস আইজাবস। বসুন্ধরা আবাসিক এলাকায় জামায়াতের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

পরিকল্পনা উপদেষ্টার ব্রিফিং:

দুপুর ২টা ৩০ মিনিটে শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে এনই সভা শেষে বর্তমান অর্থনৈতিক ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ।

টিআইবির সংবাদ সম্মেলন:

সকাল ১১টায় ধানমন্ডির মাইডাস সেন্টারে ‘অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশ প্রণয়নে সংস্কার বিমুখতা’ শীর্ষক পর্যবেক্ষণ তুলে ধরতে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। এতে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান উপস্থিত থাকবেন।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত