ঢাকা, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ১৬ কার্তিক ১৪৩২
১১৭ বছরের সকল দলিল অনলাইন হলো, যাদের অনলাইন হয়নি তাদের করণীয় কী?
সরকার ফারাবী: বাংলাদেশে জমির দলিল রেজিস্ট্রেশনের ১১৭ বছরের ইতিহাসে এবার যুক্ত হলো এক নতুন মাইলফলক। দেশের ইতিহাসে প্রথমবারের মতো সব দলিল ধাপে ধাপে অনলাইনে যুক্ত করা হচ্ছে। ১৯০৮ সালের রেজিস্ট্রেশন অ্যাক্ট কার্যকরের পর থেকে যত দলিল রেজিস্ট্রি হয়েছে, সেগুলো এখন একত্রে সংরক্ষণ করা হচ্ছে একটি নির্দিষ্ট সরকারি ওয়েবসাইটে। ফলে দেশি ও প্রবাসী জমির মালিকরা ঘরে বসেই অনলাইনে তাদের দলিল যাচাই করতে পারবেন।
কেন এই উদ্যোগ নেওয়া হয়েছে?
ভূমি মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, এই ডিজিটাল রেজিস্ট্রেশন ব্যবস্থার মাধ্যমে জমি সংক্রান্ত নানা জালিয়াতি ও প্রতারণা রোধ করা যাবে। উদ্যোগটির মূল লক্ষ্য—
জমির ভুয়া মালিকানা ও দলিল জালিয়াতি প্রতিরোধ
বিদেশে থাকা প্রবাসীদের মোবাইল ফোন থেকেই দলিল যাচাইয়ের সুযোগ
উত্তরাধিকার সূত্রে সম্পত্তি বণ্টনে জটিলতা হ্রাস
হারানো দলিলের সার্টিফাইড কপি অনলাইনে সহজে ডাউনলোডের সুবিধা
ভূমি সংক্রান্ত প্রতারণা ও জোরপূর্বক দখল বন্ধে কার্যকর ব্যবস্থা
এই ব্যবস্থা চালু হলে ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি উভয়ই বৃদ্ধি পাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
যাদের দলিল এখনো অনলাইনে যুক্ত হয়নি
সব জেলার দলিল একযোগে অনলাইনে যুক্ত হয়নি। সরকারের পরিকল্পনা অনুযায়ী, পর্যায়ক্রমে প্রতিটি জেলার দলিল এই ডিজিটাল প্ল্যাটফর্মে অন্তর্ভুক্ত করা হবে। যদি কারও দলিল এখনো অনলাইনে দৃশ্যমান না হয়, তবে—
১) সংশ্লিষ্ট জেলা রেজিস্ট্রার কার্যালয়ে যোগাযোগ করতে হবে।
২) মূল দলিল বা সার্টিফাইড কপি জমা দিতে হবে।
৩) রেকর্ড যাচাই শেষে প্রয়োজনীয় তথ্য অনলাইনে যুক্ত করা হবে।
গুরুত্বপূর্ণ পটভূমি
১৯৪৭ সালের দেশভাগ, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধসহ বিভিন্ন সময়ে বহু ঐতিহাসিক দলিল নষ্ট হয়ে গেছে বা হারিয়ে গেছে। এ ছাড়া অতীতে জাল দলিল সংযুক্তির মাধ্যমে বহু মানুষ প্রতারণার শিকার হয়েছেন। এবার সরকারিভাবে অনলাইন সিস্টেম চালু হলে এসব জালিয়াতি ও দখল সংক্রান্ত সমস্যা অনেকাংশে দূর হবে বলে আশা করা হচ্ছে।
ভূমি মন্ত্রণালয় জানিয়েছে, যেসব জেলার কাজ এখনো শেষ হয়নি, সেসব এলাকায় কাজ শেষ হলেই সরকারি বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে। নাগরিকরা কিছুটা সময় অপেক্ষা করলেই তাদের দলিলও অনলাইনে দেখা যাবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি(LIVE) দেখুন
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি ফ্রিতে সরাসরি(LIVE) দেখুন
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-টোয়েন্টি: যেভাবে দেখবেন লাইভ (LIVE)
- ডিএসই’র দুই ব্রোকারেজের ট্রেডিং লাইসেন্স বাতিল
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-২০: কবে, কখন, কোথায়-যেভাবে দেখবেন খেলাটি
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ: কখন, কোথায়-যেভাবে দেখবেন সরাসরি(LIVE)
- ভারত বনাম অস্ট্রেলিয়া:কখন, কোথায়-যেভাবে দেখবেন লাইভ
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি সরাসরি ফ্রিতে দেখুন(LIVE)
- মার্জিন রুল থেকে মিউচুয়াল ফান্ড—সবখানেই আসছে বড় পরিবর্তন
- ডিভিডেন্ড ঘোষণা করেছে অগ্নী সিস্টেমস
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাষ্ট্রিজ
- ডিভিডেন্ড ঘোষণা করেছে তালিকাভুক্ত২৪ কোম্পানি
- দক্ষিণ আফ্রিকা বনাম পাকিস্তান, খেলাটি সরাসরি(LIVE) দেখুন
- ডিভিডেন্ড ঘোষণা করেছে জেএমআই হসপিটাল
- নেগেটিভ ইকুইটি মুক্ত করতে মার্জিন ঋণে তালা মারছে বিএসইসি