ঢাকা, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ১৬ কার্তিক ১৪৩২
বিএআরসি-এর নতুন নির্বাহী চেয়ারম্যান হলেন ড. মো. আবদুছ ছালাম
 
                                    নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) নতুন নির্বাহী চেয়ারম্যান (রুটিন দায়িত্ব) হিসেবে যোগ দিয়েছেন কাউন্সিলের শস্য বিভাগের সদস্য পরিচালক ড. মো. আবদুছ ছালাম।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) কৃষি মন্ত্রণালয়ের উপসচিব মো. মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এই নিয়োগ দেওয়া হয়। তিনি অবসরপ্রাপ্ত নির্বাহী চেয়ারম্যান ড. নাজমুন নাহার করিমের স্থলাভিষিক্ত হলেন।
ড. মো. আবদুছ ছালাম ১৯৬৮ সালের ৩০ ডিসেম্বর কুমিল্লার চান্দিনা উপজেলার আওরাল গ্রামে জন্মগ্রহণ করেন। দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে তিনি কৃষি গবেষণা, প্রযুক্তি উন্নয়ন, পরিকল্পনা ও প্রশাসনিক কাজে যুক্ত আছেন।
তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ থেকে ১৯৯০ সালে বিএসসি এজি (অনার্স) এবং ২০০১ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে উদ্যানতত্ত্বে (হর্টিকালচার) এমএস সম্পন্ন করেন। ২০০৯ সালে একই বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন এবং পরে যুক্তরাষ্ট্রের কানসাস স্টেট ইউনিভার্সিটিতে ২০১৩-১৪ সালে মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন বিষয়ে পোস্ট-ডক্টরাল ফেলোশিপ সম্পন্ন করেন।
ড. ছালাম ১৯৯৫ সালে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে যোগ দেন। পরে ২০০৯ সালে তিনি বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলে (বিএআরসি) যোগ দেন এবং পরিকল্পনা ও মূল্যায়ন বিভাগ, সাপোর্ট সার্ভিস ইউনিট ও শস্য বিভাগে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। ২০২২ সালের নভেম্বরে তিনি সদস্য পরিচালক (শস্য বিভাগ) হিসেবে পদোন্নতি পান।
তিনি কৃষি ও উদ্যানতত্ত্ববিষয়ক ৬৬টি পূর্ণাঙ্গ গবেষণাপত্র, ৩৮টি সারাংশ এবং ২০টি বই লেখা বা সম্পাদনা করেছেন। এখন পর্যন্ত তিনি ১১টি নতুন প্রযুক্তি উদ্ভাবন ও ৬টি কৃষকের কাছে হস্তান্তর করেছেন। তিনি ইউএসএইড-এর সহায়তায় পিএইচডি, এমএস এবং পোস্ট-ডক্টরাল স্কলারশিপ পেয়েছেন।
জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ৭০টিরও বেশি প্রশিক্ষণ ও কর্মশালায় অংশ নেওয়া ড. ছালাম বর্তমানে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) জাতীয় ফোকাল পয়েন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বিএআরসির উত্তম কৃষি চর্চা (গ্যাপ) ইউনিটের আহ্বায়ক, কৃষি মন্ত্রণালয়ের বাংলাদেশ গ্যাপ স্ট্যায়ারিং কমিটির সদস্যসচিব এবং ক্রপ জোনিং প্রজেক্টসহ একাধিক প্রকল্পের প্রধান সমন্বয়কারী। পাশাপাশি তিনি একাধিক আন্তর্জাতিক বৈজ্ঞানিক জার্নালের পর্যালোচক হিসেবেও কাজ করছেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি(LIVE) দেখুন
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি ফ্রিতে সরাসরি(LIVE) দেখুন
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-টোয়েন্টি: যেভাবে দেখবেন লাইভ (LIVE)
- ডিএসই’র দুই ব্রোকারেজের ট্রেডিং লাইসেন্স বাতিল
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-২০: কবে, কখন, কোথায়-যেভাবে দেখবেন খেলাটি
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ: কখন, কোথায়-যেভাবে দেখবেন সরাসরি(LIVE)
- ভারত বনাম অস্ট্রেলিয়া:কখন, কোথায়-যেভাবে দেখবেন লাইভ
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি সরাসরি ফ্রিতে দেখুন(LIVE)
- মার্জিন রুল থেকে মিউচুয়াল ফান্ড—সবখানেই আসছে বড় পরিবর্তন
- ডিভিডেন্ড ঘোষণা করেছে অগ্নী সিস্টেমস
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাষ্ট্রিজ
- ডিভিডেন্ড ঘোষণা করেছে তালিকাভুক্ত২৪ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে জেএমআই হসপিটাল
- নেগেটিভ ইকুইটি মুক্ত করতে মার্জিন ঋণে তালা মারছে বিএসইসি
- দক্ষিণ আফ্রিকা বনাম পাকিস্তান, খেলাটি সরাসরি(LIVE) দেখুন
 
                         
                     
             
             
             
             
             
            -300x200.jpg) 
            -300x200.jpg) 
            -300x200.jpg) 
            -100x66.jpg) 
                    -100x66.jpg) 
                    -100x66.jpg)