ঢাকা, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ১৬ কার্তিক ১৪৩২
বিএনপি-জামায়াতের সঙ্গে এনসিপির দূরত্বের বিষয়টি সত্য নয়: হাসনাত
নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, বিএনপি ও জামায়াতে ইসলামীর সঙ্গে এনসিপির দূরত্বের কথাটি সত্য নয়। তিনি ব্যাখ্যা করেন, এনসিপি মূলত সংস্কারের পক্ষে অবস্থান নেওয়া যেকোনো গণতান্ত্রিক দলের সঙ্গে হৃদ্যতাপূর্ণ সম্পর্ক বজায় রাখে। সংস্কার প্রস্তাবনাগুলোর পক্ষে থাকলে জামায়াত বা বিএনপি, উভয়ের সঙ্গেই এনসিপির ঘনিষ্ঠতা দেখা গেছে।
শুক্রবার (৩১ অক্টোবর) পিরোজপুর জেলা শাখার সমন্বয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, এক এগারো থেকে ফ্যাসিবাদকালীন পুরো সময় বাংলাদেশ গণতন্ত্রহীন সময় পার করেছে। এই গণতান্ত্রিক উত্তরণের জন্য অবশ্যই একটি নির্বাচন হওয়া দরকার, যেখানে এনসিপি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি মনে করেন, নির্বাচনের আগে কিছু কাজ সম্পন্ন হওয়ার প্রক্রিয়া চলছে, যার মধ্যে 'হ্যাঁ-না' বিতর্কের মাধ্যমে দলগুলো তত্ত্বাবধায়ক সরকার, এনসিসি এবং দুদকের স্বাধীনতার প্রশ্নে তাদের অবস্থান স্পষ্ট করছে।
তিনি আরও জোর দেন যে, যারা 'না' বলছেন, তারা মৌলিক সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছেন। এনসিপি চায় অতি দ্রুত গণভোট নিয়ে 'আদেশ' জারি হোক এবং এই আদেশ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকেই জারি করতে হবে, কারণ ফ্যাসিস্ট সরকারের রেখে যাওয়া চুপ্পুর এই এখতিয়ার নেই।
এনসিপি জোটে যাবে কিনা এমন প্রশ্নে হাসনাত আবদুল্লাহ বলেন, জোট গঠনের মৌলিক মাপকাঠি হলো সংস্কারের পক্ষে কারা আছে, যা সময়ই নির্ধারণ করবে।
আওয়ামী লীগ প্রসঙ্গে হাসনাত আবদুল্লাহ বলেন, আওয়ামী লীগ এখন বাংলাদেশে একটি 'ডেড চ্যাপ্টার' এবং প্রাসঙ্গিকতা হারিয়েছে। তিনি বিএনপি-জামায়াতকে আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার চেষ্টা না করার আহ্বান জানান, কারণ এটি ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যারা ত্যাগ স্বীকার করেছেন, তাদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা হবে।
নির্বাচন কমিশনে শাপলাকলি প্রতীক অন্তর্ভুক্তির বিষয়ে তিনি নির্বাচন কমিশনের নীতিমালার অভাবের সমালোচনা করেন। তিনি বলেন, নির্বাচন কমিশন কোনো সুনির্দিষ্ট নীতিমালা ছাড়া প্রতীক বরাদ্দ করছে, যা সাংবিধানিক প্রতিষ্ঠানের জন্য গ্রহণযোগ্য নয়।
এ সময় এনসিপির বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহিন, কেন্দ্রীয় সদস্য ও বরিশাল জেলার প্রধান সমন্বয়কারী আবু সাঈদ মুসা, কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও পিরোজপুর জেলার প্রধান সমন্বয়কারী মশিউর রহমান, পিরোজপুর জেলার যুগ্ম সমন্বয়কারী মো. আল আমিন খান, মাহবুবুল আলম নাঈম প্রমুখ উপস্থিত ছিলেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি(LIVE) দেখুন
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি ফ্রিতে সরাসরি(LIVE) দেখুন
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-টোয়েন্টি: যেভাবে দেখবেন লাইভ (LIVE)
- ডিএসই’র দুই ব্রোকারেজের ট্রেডিং লাইসেন্স বাতিল
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-২০: কবে, কখন, কোথায়-যেভাবে দেখবেন খেলাটি
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ: কখন, কোথায়-যেভাবে দেখবেন সরাসরি(LIVE)
- ভারত বনাম অস্ট্রেলিয়া:কখন, কোথায়-যেভাবে দেখবেন লাইভ
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি সরাসরি ফ্রিতে দেখুন(LIVE)
- মার্জিন রুল থেকে মিউচুয়াল ফান্ড—সবখানেই আসছে বড় পরিবর্তন
- ডিভিডেন্ড ঘোষণা করেছে অগ্নী সিস্টেমস
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাষ্ট্রিজ
- ডিভিডেন্ড ঘোষণা করেছে তালিকাভুক্ত২৪ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে জেএমআই হসপিটাল
- নেগেটিভ ইকুইটি মুক্ত করতে মার্জিন ঋণে তালা মারছে বিএসইসি
- এবারও বিনিয়োগকারীদের হতাশ করল মিরাকেল ইন্ডাস্ট্রিজ