ঢাকা, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ১৬ কার্তিক ১৪৩২

প্রিন্স খেতাব হারিয়ে রাজপ্রাসাদ ছাড়লেন অ্যান্ড্রু

২০২৫ অক্টোবর ৩১ ১২:৩৭:৩৪

প্রিন্স খেতাব হারিয়ে রাজপ্রাসাদ ছাড়লেন অ্যান্ড্রু

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্যের রাজা চার্লস তৃতীয়ের ভাই প্রিন্স অ্যান্ড্রু তার প্রিন্স খেতাব হারিয়েছেন এবং রাজপ্রাসাদ ছাড়তে বাধ্য হয়েছেন। দণ্ডপ্রাপ্ত যৌন অপরাধী জেফ্রে ইপস্টেনের সঙ্গে সম্পর্কিত অভিযোগের কারণে সম্প্রতি বেশ চাপের মুখে ছিলেন তিনি।

অক্টোবরের শুরুর দিকে ডিউক অব ইয়র্ক হিসেবে তার সমস্ত রাজকীয় পদবী ছেড়ে দেন প্রিন্স অ্যান্ড্রু। এর কয়েকদিন আগে প্রকাশিত মরোণত্তর স্মৃতিকথায় ভার্জিনিয়া জিওফরে লিখেছেন, কিশোরী বয়সে তিনবার তার সঙ্গে শারীরিক সম্পর্ক হয়েছে, যা অ্যান্ড্রু অস্বীকার করেছেন। ২০২৫ সালের শুরুতে জিওফরে আত্মহত্যা করেন এবং মৃত্যুর পর তার স্মৃতিকথা প্রকাশ পায়। তার পরিবারের বক্তব্য, “ভার্জিনিয়ার সাহস ও সত্যিই এক ব্রিটিশ প্রিন্সের পতন ঘটিয়েছে।”

রাজপ্রাসাদ ছাড়ার পর অ্যান্ড্রু মাউন্টব্যাটন উইনসর নামে পরিচিত হবেন। তার প্রাক্তন বাসস্থান ছিল বাকিংহ্যাম প্যালেসের বাইরের উইনসর ম্যানসন। রাজ খেতাব হারালেও তার দুই কন্যা ইগুইন ও বিট্রাইসের প্রিন্সেস খেতাব অটুট থাকবে। এছাড়া তিনি এখনও রাজা হওয়ার ক্ষেত্রে উত্তরাধিকার তালিকার আট নম্বরে থাকবেন। ধারণা করা হচ্ছে, তিনি এখন ব্যক্তিগত মালিকাধীন নতুন বাসায় থাকবেন এবং তার যাবতীয় খরচ বহন করবেন রাজা চার্লস।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত