ঢাকা, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২

চাঁদে মানুষ পাঠাবে চীন, প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে

২০২৫ অক্টোবর ৩০ ২০:২৬:২৪

চাঁদে মানুষ পাঠাবে চীন, প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে

আন্তর্জাতিক ডেস্ক: চাঁদে মানুষ পাঠানোর পথে আরও একধাপ এগিয়ে গেল চীন। দেশটি জানিয়েছে, নিজস্ব প্রযুক্তি ব্যবহার করে ২০৩০ সালের মধ্যেই চাঁদে মহাকাশচারী অবতরণ করানোর লক্ষ্য নির্ধারণ করেছে তারা। এই উচ্চাভিলাষী প্রকল্পে ব্যবহৃত হবে নতুন প্রজন্মের লং মার্চ–১০ রকেট, যা চীনের মহাকাশ অভিযানে এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

বৃহস্পতিবার বেইজিংয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে চায়না ম্যানড স্পেস প্রোগ্রামের মুখপাত্র ঝাং জিংবো বলেন, “চাঁদে মানুষ পাঠানোর গবেষণা ও উন্নয়ন কার্যক্রমের প্রতিটি ধাপ এখন সফলভাবে অগ্রসর হচ্ছে। আমাদের লক্ষ্য ২০৩০ সালের মধ্যেই চাঁদে মানব অবতরণ সম্পন্ন করা, এবং আমরা এ ব্যাপারে সম্পূর্ণ আত্মবিশ্বাসী।”

এদিকে, চীন বর্তমানে তাদের নিজস্ব মহাকাশ স্টেশন ‘তিয়ানগং’-এর চূড়ান্ত নির্মাণপর্বে রয়েছে। এই স্টেশনে নভোচারীরা সাধারণত ছয় মাস অবস্থান করে বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণা চালান। নতুন ক্রু দলে রয়েছেন ঝাং লু, উ ফেই ও ঝাং হংঝাং যারা শুক্রবার (৩১ অক্টোবর) রাত ১১টা ৪৪ মিনিটে জিউকুয়ান উৎক্ষেপণ কেন্দ্র থেকে মহাকাশে পাড়ি দেবেন। এই অভিযানে তারা সঙ্গে নিয়ে যাচ্ছেন চারটি ইঁদুর, যেগুলোর ওপর ওজনহীনতা ও সীমিত পরিবেশে জীববৈজ্ঞানিক প্রভাব পরীক্ষা করা হবে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উদ্বেগের কারণে চীনকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস) থেকে বাদ দেওয়া হয়েছিল। এরপর থেকেই বেইজিং নিজস্ব স্টেশন তৈরির উদ্যোগ নেয়, যা এখন বাস্তবে রূপ নিয়েছে। তিয়ানগং ঘিরে চীনের ধারাবাহিক সাফল্য আজ বিশ্বজুড়ে মহাকাশ গবেষণার নতুন কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত