ঢাকা, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২

বিএনপি ‘না’ ভোটে গেলে গণভোট অর্থহীন হবে: শামসুজ্জামান দুদু

সরকার ফারাবী
সরকার ফারাবী

সিনিয়র রিপোর্টার

২০২৫ অক্টোবর ৩০ ১৯:১০:২৭

বিএনপি ‘না’ ভোটে গেলে গণভোট অর্থহীন হবে: শামসুজ্জামান দুদু

নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু মন্তব্য করে বলেছেন বিএনপি ‘না’ ভোটে গেলে গণভোট অর্থহীন হবে। ফলে গণভোটের রায় নিয়ে নতুন সংকট তৈরি হবে। এজন্য গণভোটের বিষয়টি বাস্তবিক অর্থে ভেবে দেখা উচিত বলে মনে করেন তিনি।

বৃহস্পতিবার দুপুরে চুয়াডাঙ্গার নিজ বাসভবনে গণমাধ্যমকর্মী ও দলীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে তিনি এমন মন্তব্য করেছেন।

সাবেক সংসদ সদস্য শামসুজ্জামান দুদু বলেন, বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে দীর্ঘ আলোচনা শেষে যে ঐকমত্য কমিশন রিপোর্ট জমা দিয়েছে, তাতে বিএনপির নোট অব ডিসেন্ট সম্পূর্ণভাবে নেওয়া হয়নি। এছাড়া আরও কিছু বিষয় নিয়ে বিতর্ক রয়েছে। এই কারণে একক উদ্যোগে ঐক্যের বদলে অনৈক্য তৈরি হয়েছে। তিনি জানান, বিশ্বের কোথাও এমন নজির নেই যেখানে পার্লামেন্টে আলোচনা ছাড়া এমন কোনো বিষয় জোর করে আদায় করা যায়।

দুদু আরও বলেন, যারা দেশে গণহত্যা চালিয়ে অর্থ লুট করেছে এবং বিদেশে পালিয়েছে, তারা চায় না নির্বাচন সুষ্ঠু হোক। এমনকি অনেক দেশও এই নির্বাচনকে সহজে গ্রহণ করতে পারছে না। অনেকে প্রশ্ন করছেন, আওয়ামী লীগ ছাড়া কিভাবে নির্বাচন হবে। অর্থাৎ ভালো, গ্রহণযোগ্য ও সঠিক নির্বাচন আয়োজনের পথে কিছু মহল বাঁধা সৃষ্টি করছে। তিনি স্পষ্ট করে বলেন, নির্বাচনকে ঘিরে বিএনপি এবং সরকারের মধ্যে কোন টানাপোড়েন নেই।

তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আগামী নির্বাচনে বিএনপির প্রার্থীকে বিজয়ী করতে ঘরে বসে থাকা চলবে না। মানুষের দ্বারে দ্বারে গিয়ে ভোট চাইতে হবে। যেকোন মূল্যে বিএনপিকে নির্বাচনে জয়ী করতে হবে।

সাবেক সংসদ সদস্য আরও বলেন, চুয়াডাঙ্গার মানুষ যখনই ধানের শীষ প্রতীক পেয়েছে, তখনই তারা বিজয়ী হয়েছে। তিনি এই প্রতীককে মাওলানা ভাসানী, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বর্তমান নেতা তারেক রহমানের প্রতীক হিসেবে উল্লেখ করেন। তিনি জানান, ধানের শীষ আজ যুবক ও সাধারণ মানুষের কাছে সবচেয়ে প্রিয় প্রতীক। চুয়াডাঙ্গার মানুষ সবসময় ন্যায়ের পক্ষে থেকেছে এবং অন্যায়কে কখনও প্রশ্রয় দেয়নি। যারা বিএনপির বিরুদ্ধে ব্যবসায়িক স্বার্থ হাসিল করতে চেয়েছে, তাদের চেষ্টায় চুয়াডাঙ্গার মানুষ ব্যর্থ হয়েছে।

দুদু বলেন, নেতা তারেক রহমানের নেতৃত্বে বিএনপি দেশকে গণতন্ত্র, স্বাধীনতা ও মানুষের ভোটের অধিকার রক্ষা করতে এবং কৃষক, শ্রমিক ও খেটে খাওয়া মানুষের কল্যাণ নিশ্চিত করতে কাজ করবে।

তিনি নেতাকর্মীদের আহ্বান জানান, সবাই দলকে ঐক্যবদ্ধ রাখুন, ব্যক্তিগত উচ্চাকাঙ্খার পেছনে না যাওয়া ভালো। ঘরে বসে থাকলে চলবে না; মানুষের দ্বারে দ্বারে গিয়ে ভোট চাইতে হবে। তিনি আশা প্রকাশ করেন, জনগণ আগের মতো ধানের শীষে ভোট দেবে এবং দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় এ প্রতীককে সমর্থন করবে।

শীর্ষ এই নেতা জোর দিয়ে বলেন, বিএনপি ও ধানের শীষকে বিজয়ী করতে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবে। অন্য দল যা বলছে, তাতে কাজ হবে না। দেশের মানুষ ধানের শীষকে পছন্দ করে। তাই জনগণের সর্বাত্মক সহযোগিতা নেওয়া প্রয়োজন। দলকে ধানের শীষ এবং নেত্রী বেগম খালেদা জিয়া ও নেতা তারেক রহমানের পক্ষে ঐক্যবদ্ধ রাখতে হবে।

মতবিনিময় সভায় আরো বক্তব্য দেন, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ সাইফুল ইসলাম, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সভাপতি আসিরুল ইসলাম সেলিম। সঞ্চালনা করেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট ওয়াহেদুজ্জামান বুলা। এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা আইনজীবি সমিতির সভাপতি অ্যাডভোকেট শামীম রেজা ডালিম, জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের কার্যকরী সদস্য অ্যাডভোকেট বদিউজ্জামান, বিএনপি নেতা অ্যাডভোকেট মইনুল হোসেন ও বোরহান উদ্দিন, কেন্দ্রীয় কৃষকদলের সদস্য আবু জাফর, চুয়াডাঙ্গা সদর থানা বিএনপির সাবেক সভাপতি মনিরুজ্জামান মনি, আলুকদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবুল কাশেম লাল্টু, সিনিয়র সহ-সভাপতি ইকলাচ হোসেন ও সাধারণ সম্পাদক ফারুক হোসেন, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আশরাফ বিশ্বাস মিল্টু, সহ-সভাপতি আরিফুজ্জামান পিন্টু, সহ-সভাপতি মাগরিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক পিনু মুন্সি, রবিউল মল্লিক ও অপূর্ব সাহা, সাবেক যুবদল নেতা ফারুক মল্লিক, আজাদুর রহমান আজাদ, সদর উপজেলা যুবদলের আহবায়ক এমএইচ মোস্তফা, আলমডাঙ্গা উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ফজলুর রহমান, জেলা যুবদল সদস্য সামিউল আলীম রকি, সদর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আতিকুর রহমান বাচ্চু, আলমডাঙ্গা উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক আশরাফুল আলম ডালিম, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক মকলেচুজ্জামান মকলেচ, সিনিয়র সহ-সভাপতি আহসান হাবীব মুক্তি, সাধারণ সম্পাদক এমএ তালহা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মুনজুরুল জাহিদ প্রমূখ নেতৃবৃন্দ।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত