ঢাকা, শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬, ১৬ মাঘ ১৪৩২
ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রস্তুতি: ৩১ মন্ত্রণালয়ের সঙ্গে ইসির বৈঠক
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে নির্বাচন কমিশন (ইসি) বৃহস্পতিবার বিকাল ৩টায় মন্ত্রিপরিষদ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ দেশের ৩১টি মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে বৈঠক করেছে। বৈঠকটি অনুষ্ঠিত হয় কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে, প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে। অন্য নির্বাচন কমিশনাররাও এতে উপস্থিত ছিলেন।
ইসি সূত্রে জানা গেছে, বৈঠকের মূল উদ্দেশ্য হলো ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে, রমজানের আগে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলকভাবে সম্পন্ন করতে প্রস্তুতিমূলক কার্যক্রম পর্যালোচনা করা। এর আগে গত ২০ ও ২২ অক্টোবর আইনশৃঙ্খলা বাহিনী ও সরকারের সাতটি বিভাগের সঙ্গে পৃথক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
আজকের সভায় নির্বাচন সংশ্লিষ্ট ২২টি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। এতে ভোটকেন্দ্র স্থাপনা ও যাতায়াতের রাস্তা সংস্কার, ভোটগ্রহণ কর্মকর্তাদের প্যানেল তৈরি, দুর্গম এলাকায় নির্বাচনি দ্রব্যাদি পরিবহন, হেলিকপ্টার ব্যবহারের ব্যবস্থা, নির্বাচনি প্রচার-প্রচারণা, পর্যবেক্ষক নিয়োগ, বাজেট বরাদ্দ, জনবল ও লজিস্টিক সাপোর্ট, শান্তিশৃঙ্খলা নিশ্চিতকরণ, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ, বার্ষিক ও পাবলিক পরীক্ষার সময়সূচি, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, অগ্নি ও দুর্যোগ ব্যবস্থাপনা, নির্বাচনি প্রচার সামগ্রী অপসারণ, যানবাহন চলাচল নিয়ন্ত্রণ, পোস্টাল ভোটিং ব্যবস্থা, জেলখানায়/আইনি হেফাজতে থাকা ব্যক্তিদের ভোট, এআই প্রযুক্তি ব্যবহার, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ও অন্যান্য বিষয় অন্তর্ভুক্ত ছিল।
এই বৈঠক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সুষ্ঠু ও নিরপেক্ষ বাস্তবায়নে সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রস্তুত করার জন্য এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইপিএস প্রকাশ করেছে বিডি থাই ফুড
- ইপিএস প্রকাশ করেছে কনফিডেন্স সিমেন্ট
- ইপিএস প্রকাশ করেছে তিন কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে সোনালী পেপার
- ইপিএস প্রকাশ করেছে শাহজীবাজার পাওয়ার
- ইপিএস প্রকাশ করেছে এপেক্স ট্যানারি
- ইপিএস প্রকাশ করেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস
- ইপিএস প্রকাশ করেছে ইজেনারেশন
- ইপিএস প্রকাশ করেছে আনোয়ার গ্যালভানাইজিং
- ইপিএস প্রকাশ করবে ৫৮ কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে বিকন ফার্মাসিউটিক্যালস
- ইপিএস প্রকাশ করেছে সাফকো স্পিনিং
- নতুন জাতীয় দৈনিকে ক্যারিয়ার গড়ার বড় সুযোগ
- ইপিএস প্রকাশ করেছে ইনটেক
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশ