ঢাকা, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২

ব্রিটিশ দুই ভাইয়ের কুমড়া উৎপাদন করে বিশ্বরেকর্ড

২০২৫ অক্টোবর ৩০ ১৬:৪৬:২৯

ব্রিটিশ দুই ভাইয়ের কুমড়া উৎপাদন করে বিশ্বরেকর্ড

আন্তর্জাতিক ডেস্ক :ব্রিটিশ দুই ভাই ইয়ান প্যাটন ও স্টুয়ার্ট প্যাটন পঞ্চাশ বছরের পরিশ্রমের ফলস্বরূপ বিশ্বের সবচেয়ে ভারী ও বড় কুমড়া উৎপাদন করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম লিখিয়েছেন। ইংল্যান্ডের হ্যাম্পশায়ারের লিমিংটন এলাকার এই সহোদর পাঁচ দশক ধরে বিশাল আকৃতির সবজি চাষে নিয়োজিত ছিলেন।

চলতি বছরে তারা উৎপাদন করেছেন ২,৮১৯ পাউন্ড ৪ আউন্স (প্রায় ১,২৭৮ কেজি) ওজনের এই বিশাল কুমড়া, যা কেবল ওজনেই নয়, আয়তনেও বিশ্বের বৃহত্তম। কুমড়াটির পরিধি ২১ ফুট ৩.৮ ইঞ্চি, এবং দুই ভাই আদর করে এটিকে নাম দিয়েছেন ‘মাগল’।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের কর্মকর্তা সেবাস্টিয়ান সাস্কি বলেন, ইয়ান ও স্টুয়ার্ট বহু বছর ধরে বিশাল আকারের সবজি চাষীদের অনুপ্রেরণা জুগিয়েছেন। এবার তাদের কৃতিত্ব নিজস্ব নামের সাথে রেকর্ডবুকে দেখা আমাদের সবার জন্যই এক বিশেষ মুহূর্ত।

ডুয়া/নয়ন

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত