ঢাকা, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২
সংক্ষিপ্ত সিলেবাসে হবে রাবির ভর্তি পরীক্ষা
নিজস্ব প্রতিবেদক :রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির একাধিক সদস্য বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. আবু সাদেক মো. কামরুজ্জামান বলেন, “এইচএসসি পরীক্ষায় বোর্ড কর্তৃক যে সংক্ষিপ্ত পাঠ্যসূচি অনুসরণ করা হয়েছে, সেই সিলেবাসের ভিত্তিতেই রাবির ভর্তি পরীক্ষা নেওয়া হবে। এটি প্রতি বছরই করা হয়।”
এর আগে, ৬ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এবারের ভর্তি পরীক্ষা শুরু হবে ‘সি’ ইউনিট (বিজ্ঞান) দিয়ে। ১৬ জানুয়ারি ‘সি’ ইউনিট, ১৭ জানুয়ারি ‘এ’ ইউনিট (মানবিক) এবং ২৪ জানুয়ারি ‘বি’ ইউনিটের (বাণিজ্য) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এবারে ভর্তি পরীক্ষায় কোনো প্রাথমিক বাছাই (সিলেকশন) থাকবে না। দুই শিফটে পরীক্ষা নেওয়া হবে—প্রথম শিফট সকাল ১১টা থেকে ১২টা এবং দ্বিতীয় শিফট বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত। এছাড়া দেশের ছয় বিভাগ—রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রংপুর ও বরিশালে অবস্থিত পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের ক্যাম্পাসে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ভর্তির যোগ্যতা:মানবিক ও বাণিজ্য শাখার শিক্ষার্থীদের এসএসসি ও এইচএসসি বা সমমানের পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.০০ এবং মোট জিপিএ ৭.০০ থাকতে হবে। বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের ক্ষেত্রে পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.৫০ এবং মোট জিপিএ ৮.০০ থাকতে হবে। ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের ফলাফল জিপিএ ৫.০০ স্কেলে নির্ধারিত হবে।
GCE O লেভেলে অন্তত ৫টি বিষয়ে এবং A লেভেলে অন্তত ২টি বিষয়ে উত্তীর্ণ হতে হবে। মোট ৭টি বিষয়ের মধ্যে ৪টিতে ‘B’ এবং ৩টিতে ‘C’ গ্রেড থাকতে হবে। ইংরেজি প্রশ্নপত্রে পরীক্ষা দিতে ইচ্ছুক শিক্ষার্থীদের অতিরিক্ত ফরম পূরণ করতে হবে।
পরীক্ষা পদ্ধতি ও আবেদন ফি:ভর্তি পরীক্ষা হবে MCQ পদ্ধতিতে ১০০ নম্বরের এক ঘণ্টাব্যাপী। প্রতিটি ইউনিটে ৮০টি প্রশ্ন থাকবে এবং প্রতি চারটি ভুল উত্তরের জন্য এক নম্বর কাটা যাবে। পাশ নম্বর নির্ধারণ করা হয়েছে ৪০।
আবেদন ফি নির্ধারণ করা হয়েছে—‘এ’ ইউনিটে (মানবিক) ১,৩২০ টাকা, ‘বি’ ইউনিটে (বাণিজ্য) ১,১০০ টাকা এবং ‘সি’ ইউনিটে (বিজ্ঞান) ১,৩২০ টাকা, যা ১০ শতাংশ সার্ভিস চার্জসহ।
কোটা (মুক্তিযোদ্ধা, ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী, খেলোয়াড় ও বিকেএসপি) প্রার্থীদের অনলাইনে প্রদত্ত নির্দেশনা অনুযায়ী আবেদন করতে হবে।
ভর্তিসংক্রান্ত বিস্তারিত তথ্য ও শর্তাবলি রাবির ওয়েবসাইটে (admission.ru.ac.bd) এবং পরবর্তী বিজ্ঞপ্তিতে প্রকাশ করা হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি(LIVE) দেখুন
- ডিএসই’র দুই ব্রোকারেজের ট্রেডিং লাইসেন্স বাতিল
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-টোয়েন্টি: যেভাবে দেখবেন লাইভ (LIVE)
- ডিভিডেন্ড ঘোষণা করেছে মুন্নু ফেব্রিক্স
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ১৯ কোম্পানি, দেখুন এক নজরে
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ: কখন, কোথায়-যেভাবে দেখবেন সরাসরি(LIVE)
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-২০: কবে, কখন, কোথায়-যেভাবে দেখবেন খেলাটি
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি সরাসরি ফ্রিতে দেখুন(LIVE)
- ভারত বনাম অস্ট্রেলিয়া:কখন, কোথায়-যেভাবে দেখবেন লাইভ
- ডিভিডেন্ড ঘোষণা করেছে অগ্নী সিস্টেমস
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাষ্ট্রিজ
- মার্জিন রুল থেকে মিউচুয়াল ফান্ড—সবখানেই আসছে বড় পরিবর্তন
- ডিভিডেন্ড ঘোষণা করেছে তালিকাভুক্ত২৪ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে জেএমআই হসপিটাল
- নেগেটিভ ইকুইটি মুক্ত করতে মার্জিন ঋণে তালা মারছে বিএসইসি