ঢাকা, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২

নির্বাচন স্থগিত হলেও জুলাই সনদ বাস্তবায়নের দাবি জামায়াতের

২০২৫ অক্টোবর ২৯ ১২:৫৮:৩৫

নির্বাচন স্থগিত হলেও জুলাই সনদ বাস্তবায়নের দাবি জামায়াতের

নিজস্ব প্রতিবেদক: জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, ‘জাতীয় নির্বাচন যেকোনো কারণে স্থগিত হতে পারে। তবে জুলাই সনদ একটি গুরুত্বপূর্ণ দলিল হিসেবে প্রথমে বাস্তবায়ন করতে হবে।’ বুধবার সকালে রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে কমনওয়েলথের ‘ইলেক্টোরাল সাপোর্ট’ শাখার উপদেষ্টা ও ‘প্রি-ইলেকশন অ্যাসেসমেন্ট’ প্রধান লিনফোর্ড অ্যান্ড্রুজের নেতৃত্বে প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানান।

ডা. তাহের বলেন, ‘জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে জামায়াত, এনসিপিসহ অন্যান্য দলগুলো বলেছে, এটি কার্যকর করতে গণভোটের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া উচিত। এনসিসি যে প্রস্তাব দিয়েছে, তা দ্রুত বাস্তবায়ন করতে হবে এবং সেই আদেশ অনুযায়ী গণভোট আয়োজন করা জরুরি।’ তিনি আশা প্রকাশ করেন, নভেম্বরের মধ্যেই এই গণভোট অনুষ্ঠিত হতে পারে। ডা. তাহের বলেন, ‘জুলাই সনদ এত গুরুত্বপূর্ণ যে কিছু ফান্ড ব্যয় করেও এটি গণভোটের মাধ্যমে বাস্তবায়ন করা প্রয়োজন, না হলে আগামী নির্বাচনে এই চাপ অব্যাহত থাকবে।’

তিনি আরও বলেন, ‘ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি কেন্দ্রে সেনাবাহিনী, বিজিবি, র‍্যাবসহ সব বাহিনীর উপস্থিতি স্থায়ীভাবে রাখা প্রয়োজন। এবার এসব বাহিনীকে শুধু স্ট্রাইকিং ফোর্স হিসেবে নয়, বরং মাঠে স্থায়ীভাবে অবস্থান করতে হবে।’

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত