ঢাকা, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২

অন্ধ্রপ্রদেশে আঘাত হানল ঘূর্ণিঝড় ‘মোন্থা’, ব্যাপক ক্ষয়ক্ষতি

২০২৫ অক্টোবর ২৯ ০৯:২৮:৩০

অন্ধ্রপ্রদেশে আঘাত হানল ঘূর্ণিঝড় ‘মোন্থা’, ব্যাপক ক্ষয়ক্ষতি

আন্তর্জাতিক ডেস্ক: প্রবল ঘূর্ণিঝড় ‘মোন্থা’ মঙ্গলবার গভীর রাতে ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়েছে। স্থানীয় সময় রাত সাড়ে ১১টার দিকে ঝড়টি স্থলভাগ অতিক্রম করতে শুরু করলে উপকূলজুড়ে তীব্র বাতাস, ভারী বৃষ্টি ও জলোচ্ছ্বাসে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়। ঘূর্ণিঝড়ের প্রভাবে অন্ধ্রপ্রদেশের পাশাপাশি প্রতিবেশী ওড়িশার অন্তত ১৫টি জেলাতেও জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।

এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়েছে, অন্ধ্রপ্রদেশের কোনাসীমা জেলার মাকানাগুদেম গ্রামে এক নারী প্রাণ হারিয়েছেন, ঝড়ে ভেঙে পড়া তালগাছের নিচে চাপা পড়ে তার মৃত্যু হয়। রাজ্য প্রশাসনের হিসাবে, ঘূর্ণিঝড়ে ৩৮ হাজার হেক্টর কৃষিজমি এবং ১ লাখ ৩৮ হাজার হেক্টর উদ্যান ফসল সম্পূর্ণ ধ্বংস হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকা থেকে ৭৬ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরানো হয়েছে, চালু করা হয়েছে ২১৯টি মেডিকেল ক্যাম্প এবং গবাদিপশুর জন্য ৮৬৫ টন খাদ্যসামগ্রী মজুত রাখা হয়েছে।

ভারতের আবহাওয়া অধিদপ্তর উপকূলীয় জেলাগুলোর জন্য লাল সতর্কতা জারি করেছে। প্রায় এক মিটার উচ্চতার জলোচ্ছ্বাসে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। কাকিনাডা বন্দরে ১০ নম্বর বিপৎসংকেত, বিশাখাপত্তনম, গাঙ্গাভারাম ও কালিঙ্গপত্তনমে ৯ নম্বর, এবং মাচিলিপত্তনমসহ কয়েকটি বন্দরে ৮ নম্বর সতর্কতা সংকেত জারি করা হয়েছে।স্থানীয় প্রশাসনের দাবি, ঝড়টি ধীরে ধীরে দুর্বল হচ্ছে, তবে উপকূলীয় এলাকায় ভারী বৃষ্টি ও জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়ে গেছে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত