ঢাকা, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, ১২ কার্তিক ১৪৩২

পে কমিশনে শিক্ষক সমিতির নতুন প্রস্তাবনা

২০২৫ অক্টোবর ২৭ ১৩:১৫:৫৮

পে কমিশনে শিক্ষক সমিতির নতুন প্রস্তাবনা

নিজস্ব প্রতিবেদক: সরকারি কলেজ শিক্ষক সমিতি জাতীয় বেতন কমিশনের কাছে শিক্ষকদের জন্য পৃথক ও আকর্ষণীয় বেতন কাঠামো প্রণয়নের প্রস্তাব দিয়েছে। সমিতি আশা করছে, এ ধরনের বেতন কাঠামো শিক্ষাক্ষেত্রে মেধাবী তরুণদের শিক্ষকতা পেশায় আকৃষ্ট করবে এবং টেকসই শিক্ষার মানোন্নয়নে সহায়ক হবে।

সম্প্রতি পে কমিশনের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নিয়ে এই প্রস্তাবনা জমা দিয়েছেন সমিতির নেতারা। প্রস্তাবে সরকারি চাকরিতে গ্রেডের সংখ্যা ১৫টি করার সুপারিশ করা হয়েছে।

প্রস্তাবনায় সর্বনিম্ন বেতন ৩২,৫০০ টাকা নির্ধারণ, বাড়িভাড়া ভাতা বৃদ্ধি, দুইটি উৎসব ভাতা মূল বেতনের সমপরিমাণ, এবং বার্ষিক ইনক্রিমেন্ট ৫ শতাংশ থেকে ১০ শতাংশ করার দাবি রাখা হয়েছে। এছাড়া চিকিৎসা ভাতা মূল বেতনের ১০ শতাংশ বা সর্বাধিক ৫ হাজার টাকা করার এবং পেনশন ৯০ শতাংশ থেকে ১০০ শতাংশ বৃদ্ধির প্রস্তাবনা দেওয়া হয়েছে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আজকের মুদ্রা বিনিময় হার (২৭ অক্টোবর)

আজকের মুদ্রা বিনিময় হার (২৭ অক্টোবর)

নিজস্ব প্রতিবেদক: প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতির চাকা সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ ও লেনদেনের সুবিধার জন্য সোমবার... বিস্তারিত