ঢাকা, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, ১২ কার্তিক ১৪৩২

ঐতিহাসিক শান্তিচুক্তি শেষে মালয়েশিয়া ত্যাগ করলেন ট্রাম্প

২০২৫ অক্টোবর ২৭ ১১:২৯:৫২

ঐতিহাসিক শান্তিচুক্তি শেষে মালয়েশিয়া ত্যাগ করলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার সকাল ১০টা ৬ মিনিটে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এয়ার ফোর্স ওয়ানে করে মালয়েশিয়া ত্যাগ করেন। ৪৭তম আসিয়ান সম্মেলন ও সংশ্লিষ্ট বৈঠকে অংশ নেওয়ার মধ্য দিয়ে দুই দিনের সফর শেষ হলো। এটি ট্রাম্পের দ্বিতীয়বার ক্ষমতায় ফিরে আসার পর এশিয়ায় মালয়েশিয়ায় প্রথম সফর।

বিমানবন্দরে ট্রাম্পকে বিদায় জানান মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসিউশন ইসমাইল। এর আগে কুয়ালালামপুরের হোটেলে প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম, সাইফুদ্দিন এবং মার্কিন রাষ্ট্রদূত এডগার্ড ডি. কাগানসহ দূতাবাসের প্রতিনিধিরা ট্রাম্পকে বিদায় জানান।

সফরের অন্যতম প্রধান ইস্যু ছিল থাইল্যান্ডের প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুল ও কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেতের মধ্যে স্বাক্ষরিত ‘কুয়ালালামপুর শান্তিচুক্তি’। এটি আসিয়ান ২০২৫ সালের চেয়ারম্যান মালয়েশিয়ার মধ্যস্থতায় সম্পন্ন হয়। চুক্তির মাধ্যমে দুই দেশের দীর্ঘদিনের সীমান্ত বিরোধ সমাধানের পথে ঐতিহাসিক অগ্রগতি হয়েছে।

চুক্তির আওতায় গঠিত ‘আসিয়ান পর্যবেক্ষক দল’ ভবিষ্যতে সীমান্ত শান্তি ও স্থিতিশীলতা রক্ষার কার্যক্রম পর্যবেক্ষণ করবে। ট্রাম্প আনোয়ারের ভূমিকাকে প্রশংসা করে বলেন, ‘তিনি সাহসী ও ঐতিহাসিক নেতা, যিনি সংলাপের মাধ্যমে দুই দেশকে এক টেবিলে আনতে পেরেছেন।’

এছাড়া ট্রাম্প ও আনোয়ার একটি দ্বিপাক্ষিক বৈঠকে ‘মালয়েশিয়া-যুক্তরাষ্ট্র পারস্পরিক বাণিজ্যচুক্তি’ এবং ‘সমন্বিত কৌশলগত অংশীদারিত্ব’ চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তিগুলোর লক্ষ্য দুই দেশের মধ্যে প্রযুক্তি, জ্বালানি এবং গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ খাতে সহযোগিতা জোরদার করা। স্বাক্ষর অনুষ্ঠানে আনোয়ার রসিক মন্তব্য করেন, ‘এটা নিশ্চয়ই হোয়াইট হাউসের কলম’, যা উপস্থিত সবাইকে হাস্যরসে ভরিয়ে তোলে।

ট্রাম্প পরে ১৩তম আসিয়ান-যুক্তরাষ্ট্র শীর্ষ সম্মেলনে অংশ নেন এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রতি যুক্তরাষ্ট্রের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, ‘আমরা শতভাগ আপনার পাশে আছি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য দৃঢ় অংশীদার ও বন্ধু হয়ে থাকতে চাই।’

মালয়েশিয়ার নেতৃত্ব ও অগ্রগতির প্রশংসা করে ট্রাম্প বলেন, ‘আমি মাত্র এক দিন এখানে থেকেছি, কিন্তু প্রধানমন্ত্রী আমাকে সব কিছুই দেখিয়েছেন একটি অসাধারণ অভিজ্ঞতা।’ এছাড়াও তিনি নতুন বাণিজ্যচুক্তি ও প্রযুক্তি, সবুজ শক্তি এবং উন্নত উৎপাদন খাতে আসিয়ান দেশগুলোর সঙ্গে সহযোগিতা বৃদ্ধির আগ্রহ প্রকাশ করেন।

মালয়েশিয়া সফর শেষে ট্রাম্প পরবর্তী গন্তব্য জাপান, এরপর দক্ষিণ কোরিয়ায় ২০২৫ সালের এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন ফোরামে অংশ নেবেন।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আজকের মুদ্রা বিনিময় হার (২৭ অক্টোবর)

আজকের মুদ্রা বিনিময় হার (২৭ অক্টোবর)

নিজস্ব প্রতিবেদক: প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতির চাকা সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ ও লেনদেনের সুবিধার জন্য সোমবার... বিস্তারিত