ঢাকা, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, ১২ কার্তিক ১৪৩২

চীনে মার্কিন যুদ্ধবিমান ও হেলিকপ্টার বিধ্বস্ত

২০২৫ অক্টোবর ২৭ ০৯:১৭:১৭

চীনে মার্কিন যুদ্ধবিমান ও হেলিকপ্টার বিধ্বস্ত

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ চীন সাগরে আধঘণ্টার ব্যবধানে মার্কিন নৌবাহিনীর দুটি উড়োজাহাজ, একটি যুদ্ধবিমান ও একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। দুটি বিমানই মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস নিমিৎজ-এর অংশ ছিল বলে নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। সৌভাগ্যক্রমে পাঁচজন ক্রু সদস্যই জীবিত রয়েছেন। তবে টানা দুর্ঘটনা মার্কিন নৌবাহিনীর নিরাপত্তা মানদণ্ড নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

সোমবার (২৭ অক্টোবর) এক প্রতিবেদনে বার্তাসংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) এ তথ্য জানায়।

এপি জানায়, দক্ষিণ চীন সাগরে রোববার বিকেলে ইউএসএস নিমিৎজ থেকে উড্ডয়ন করা একটি এফ/এ–১৮এফ সুপার হর্নেট যুদ্ধবিমান ও একটি এমএইচ–৬০আর সি হক হেলিকপ্টার আধঘণ্টার ব্যবধানে বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পর হেলিকপ্টারের তিন ক্রু ও যুদ্ধবিমানের দুই পাইলট সফলভাবে ইজেক্ট করে নিরাপদে উদ্ধার হন। নৌবাহিনী জানিয়েছে, তারা সবাই বর্তমানে “সুরক্ষিত ও স্থিতিশীল অবস্থায়” আছেন।

মার্কিন নৌবাহিনীর প্যাসিফিক ফ্লিট এক বিবৃতিতে জানায়, দুর্ঘটনার কারণ অনুসন্ধান শুরু হয়েছে।

এপি আরও জানায়, অবসরের আগে ইউএসএস নিমিৎজ বর্তমানে তার শেষ মিশনে রয়েছে। পুরো গ্রীষ্মকাল মধ্যপ্রাচ্যে অবস্থান করার পর এটি ওয়াশিংটন অঙ্গরাজ্যের নেভাল বেস কিটস্যাপ-এ ফেরার পথে ছিল।

অন্যদিকে রয়টার্স জানিয়েছে, ইয়েমেনের হুতি বিদ্রোহীদের বাণিজ্যিক জাহাজে হামলার জবাবে মার্কিন সামরিক উপস্থিতি জোরদার করতে নিমিৎজকে ওই এলাকায় মোতায়েন করা হয়েছিল।

তবে এটি মার্কিন বিমানবাহী রণতরীতে প্রথম দুর্ঘটনা নয়। এর আগেও নৌবাহিনীর আরেক রণতরী ইউএসএস হ্যারি এস. ট্রুম্যান-এ একাধিক দুর্ঘটনা ঘটেছে।

গত বছরের ডিসেম্বর মাসে গাইডেড ক্ষেপণাস্ত্রবাহী ক্রুজার ইউএসএস গেটিসবার্গ ভুলবশত ট্রুম্যান থেকে উড্ডয়ন করা একটি এফ/এ–১৮ জেট ভূপাতিত করে। চলতি বছরের এপ্রিলে আরেকটি যুদ্ধবিমান ট্রুম্যানের হ্যাঙ্গার ডেক থেকে পিছলে লোহিত সাগরে পড়ে যায়। মে মাসেও একই ধরনের আরেকটি ঘটনায় একটি যুদ্ধবিমান অবতরণের সময় থামার তারে আটকে না গিয়ে সাগরে পড়ে যায়। তিনটি ঘটনাতেই পাইলটরা ইজেক্ট করে প্রাণে রক্ষা পান।

যদিও এসব দুর্ঘটনায় কোনো নৌসেনা নিহত হননি, তবে একাধিক তদন্ত শেষে এখনো কোনো চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করা হয়নি।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত