ঢাকা, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ১০ কার্তিক ১৪৩২

আশ্রয়প্রার্থীদের জন্য কঠোর নীতি আনছে সুইজারল্যান্ড 

২০২৫ অক্টোবর ২৫ ২২:২০:৩৯

আশ্রয়প্রার্থীদের জন্য কঠোর নীতি আনছে সুইজারল্যান্ড 

আন্তর্জাতিক ডেস্ক: অভিবাসন নীতি কঠোর করার অংশ হিসেবে জোট নিরপেক্ষ ইউরোপীয় দেশ সুইজারল্যান্ড আশ্রয়প্রার্থীদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে। এই নতুন নিয়ম অনুযায়ী, দেশটিতে বসবাসরত সব আশ্রয়প্রার্থী, অস্থায়ী সুরক্ষা পাওয়া এবং সুরক্ষার প্রয়োজন এমন কোনো ব্যক্তি আর নিজ দেশ বা তৃতীয় কোনো দেশে ভ্রমণের অনুমতি পাবেন না। তবে, আত্মীয়স্বজনের মৃত্যুর মতো জরুরি পরিস্থিতিতে বিশেষ অনুমতি সাপেক্ষে ভ্রমণের সুযোগ থাকবে।

এই নিয়ম আগামী বছর থেকে কার্যকর হবে এবং ২০২৬ সালের ৫ ফেব্রুয়ারির পর সুইস সরকার নীতিমালাটি চূড়ান্ত করবে। ফেডারেল কাউন্সিল জানিয়েছে, অভিবাসন নীতি সংশোধনে সরকারের এই উদ্যোগ ২০২১ সালে সুইস পার্লামেন্টে অনুমোদিত বিদেশি নাগরিক ও অন্তর্ভুক্তি আইনটির ধারাগুলো কার্যকর করার লক্ষ্যেই নেওয়া হয়েছে।

আশ্রয়প্রার্থীরা জরুরি পরিস্থিতিতে সুইজারল্যান্ডের অভিবাসন বিষয়ক সচিবালয়ের (এসইএম) কাছে ভ্রমণের অনুমতি চেয়ে আবেদন করতে পারবেন। সংস্থাটি যাচাই-বাছাই করে ভ্রমণের অনুমতি দেবে।

ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পর ২০২২ সালের মার্চে সুইজারল্যান্ড ইউক্রেনীয় নাগরিকদের জন্য প্রথমবারের মতো বিশেষ সুরক্ষা ক্যাটাগরি "এস" চালু করেছিল। এই কারণে এতদিন বিদেশি নাগরিক ও অন্তর্ভুক্তি আইনের ধারাগুলো পুরোপুরি বাস্তবায়ন করা সম্ভব হয়নি।

নিজ দেশে ভ্রমণ সংক্রান্ত এমন নিয়ম জার্মানিসহ ইউরোপের অন্যান্য দেশে প্রযোজ্য থাকলেও, সুইজারল্যান্ডের এই নিষেধাজ্ঞা কিছু ব্যতিক্রম ছাড়া নিজ দেশের পাশাপাশি তৃতীয় দেশের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।

তবে, রাশিয়ার আগ্রাসনের কারণে অস্থায়ী সুরক্ষা পাওয়া ইউক্রেনীয় শরণার্থীদের জন্য এই বিধিনিষেধ কিছুটা শিথিল থাকবে। ভবিষ্যতে তারা প্রতি ছয় মাসে ১৫ দিন ইউক্রেনে থাকার অনুমতি পাবেন, যা বর্তমানে প্রতি তিন মাসে ১৫ দিন।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশন (ইউএনএইচসিআর) প্রস্তাবিত এই ভ্রমণ নিষেধাজ্ঞাকে 'অসম' বলে অভিহিত করেছে। সংস্থাটি উদ্বেগ প্রকাশ করে বলেছে যে, এই নিষেধাজ্ঞার ক্ষেত্রে পালিয়ে আসা ও নিপীড়নের কারণে বিচ্ছিন্ন হয়ে পড়া বহু পরিবারের কঠিন পরিস্থিতির বিষয়টিকে বিবেচনায় নেওয়া হয়নি।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত