ঢাকা, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ১১ কার্তিক ১৪৩২

পরিবর্তনের সুযোগ হেলায় হারালেন প্রধান উপদেষ্টা: রুমিন ফারহানা

২০২৫ অক্টোবর ২৫ ১৩:৫৭:১৯

পরিবর্তনের সুযোগ হেলায় হারালেন প্রধান উপদেষ্টা: রুমিন ফারহানা

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীকে ‘মাইনাসে পারফর্ম’ করার অভিযোগ তুলেছেন বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা। তিনি বলেছেন, স্বরাষ্ট্র উপদেষ্টাকে আমি মাইনাস দেব, মানে শূন্যেরও কম—উনি মাইনাসে পারফর্ম করছেন। একইসঙ্গে বাংলাদেশে বড় পরিবর্তন আনার সুযোগ থাকলেও প্রধান উপদেষ্টা তা হেলায় হারিয়েছেন বলেও মন্তব্য করেন বিএনপির এই নেত্রী।

জার্মান গণমাধ্যম ডয়চে ভেলেকে দেওয়া এক সাক্ষাৎকারে রুমিন ফারহানা এই মন্তব্য করেন।

তিনি বলেন, বাংলাদেশে যারা সরকারের চাটুকারিতা করেন, তারা বলেন ‘মব’ নতুন কিছু নয়। কিন্তু প্রতিদিন মব হওয়া তো নতুনই কিছু। বছরে দু’একটা মব আর প্রতিদিন মব হওয়ার মধ্যে তো পার্থক্য আছেই। তাই আমি মনে করি স্বরাষ্ট্র উপদেষ্টা মাইনাস পাবে।

বিএনপির এই নেত্রী আরও বলেন, শেখ হাসিনার ১৫ বছরের শাসনের সঙ্গে গত এক বছরের মধ্যে খুব একটা পার্থক্য নেই। অনেকে প্রধান উপদেষ্টাকে নিয়ে বলেন—তিনি দেশের পরিস্থিতি নিয়ে নির্লিপ্ত কিংবা বিষয়টিকে খেলাচ্ছলে নিচ্ছেন। কিন্তু দেশ পরিচালনা কোনো খেলা নয়, এটা ১৮ কোটি মানুষের ভাগ্য নির্ধারণের বিষয়।

রুমিন ফারহানা অভিযোগ করেন, প্রধান উপদেষ্টা হয়তো দেশের চেয়ে বিদেশে থাকা বেশি পছন্দ করেন। তিনি বিদেশি গণমাধ্যমে কথা বলতে স্বাচ্ছন্দ্যবোধ করেন, কিন্তু দেশীয় গণমাধ্যমে সাক্ষাৎকার দিতে চান না। এতে প্রশ্ন জাগে—উনি আসলেই এই দেশকে নিজের মনে করেন কি না।

তিনি বলেন, অনেকে মুক্তিযুদ্ধে তার ভূমিকা ও সেই সময়ের অবদান নিয়েও প্রশ্ন তোলেন। আওয়ামী লীগের কিছু নেতাকে বাদ দিলে, তিনি আপামর জনসাধারণের সমর্থন নিয়ে ক্ষমতায় এসেছিলেন। কিন্তু বাংলাদেশে বড় পরিবর্তন আনার যে সুযোগ ছিল, সেটি তিনি হেলায় হারালেন।

কেএমএ

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত