ঢাকা, শুক্রবার, ২ জানুয়ারি ২০২৬, ১৮ পৌষ ১৪৩২
আগামী চারটি শনিবার ক্লাস নেওয়ার ঘোষণা শিক্ষকদের
নিজস্ব প্রতিবেদক: বাড়িভাড়া ভাতা বাড়ানোসহ তিন দাবিতে শিক্ষকদের টানা আট দিনের আন্দোলনে সারাদেশের ৩০ হাজার এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ছিল। এতে বার্ষিক পরীক্ষার আগে শিক্ষার্থীদের যে একাডেমিক ক্ষতি হয়েছে, তা পুষিয়ে দিতে আগামী চারটি শনিবার সাপ্তাহিক ছুটির দিনে ক্লাস নেওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষকরা।
ঘোষণা অনুযায়ী, ২৫ অক্টোবর (শনিবার) থেকে এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকবে। এদিন শিক্ষকরা স্বেচ্ছায় ক্লাসে আসবেন এবং শিক্ষা কার্যক্রমে সহায়তার জন্য কর্মকর্তা-কর্মচারীরাও উপস্থিত থাকবেন।
শুক্রবার (২৪ অক্টোবর) রাতে এমপিওভুক্ত শিক্ষা জাতীকরণপ্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী জানান, “পূর্বঘোষণা অনুযায়ী আগামীকাল (২৫ অক্টোবর) এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা শিক্ষাপ্রতিষ্ঠানে আসবেন এবং শিক্ষার্থীদের ক্লাস চলবে। আশা করি, আমাদের এ ডাকে সাড়া দিয়ে সবাই স্বতস্ফূর্তভাবে ক্লাসে অংশ নেবেন।” তিনি আরও বলেন, শিক্ষার্থীদের শিক্ষাজীবনে যেন কোনো ক্ষতি না হয়, সেটিই এখন তাদের মূল লক্ষ্য।
শনিবার ক্লাস চালুর সিদ্ধান্ত নিয়ে কিছু উদ্বেগের বিষয়ে অধ্যক্ষ আজিজী বলেন, এটি সরকারের সিদ্ধান্ত নয়, শিক্ষকদের নিজেদের বিবেকের তাড়না থেকে নেওয়া পদক্ষেপ। এটি সাময়িক এবং শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে দেওয়ার জন্য নেওয়া হয়েছে, ভবিষ্যতে শনিবার স্থায়ীভাবে শিক্ষাপ্রতিষ্ঠান চালু করার উদ্দেশ্য নয়।
তিনি শিক্ষকদের উদ্দেশে বলেন, সরকার যদি তাদের এই সিদ্ধান্তের বিপরীতে কোনো পদক্ষেপ নেয়, তাহলে ৬ লাখ শিক্ষক-কর্মচারী নিয়ে মন্ত্রণালয় ঘেরাও করা হবে। তিনি জোর দেন যে, এখন যে ঐক্য তৈরি হয়েছে, সেটি ব্যবহার করে শিক্ষকদের ন্যায্য অধিকার আদায় করা হবে। সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকরা ক্লাসে আসবেন কিনা, এমন সংশয়ের জবাবে তিনি বলেন, "আগামীকাল দেশের সব স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকবে। এটি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী জোটের চূড়ান্ত সিদ্ধান্ত। কেউ যদি তা অমান্য করে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।"
বাড়িভাড়া ২০ শতাংশ বৃদ্ধিসহ তিন দাবিতে গত ১২ অক্টোবর থেকে আন্দোলনে নামেন এমপিওভুক্ত শিক্ষকরা। টানা ১০ দিন আন্দোলনের পর সরকারের পক্ষ থেকে দুই দফায় বাড়িভাড়া ভাতা ১৫ শতাংশ অথবা ন্যূনতম দুই হাজার টাকা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে সাড়ে ৭ শতাংশ আগামী নভেম্বর থেকে কার্যকর হবে এবং দ্বিতীয় দফায় আগামী বছরের জুলাই থেকে বাকি সাড়ে ৭ শতাংশ কার্যকর হবে। সরকারের এই ঘোষণার পর গত ২১ অক্টোবর আন্দোলন স্থগিত করে শিক্ষকরা পরদিন ২২ অক্টোবর থেকে ক্লাসে ফিরেছেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- রাজশাহী ওয়ারিয়র্স বনাম নোয়াখালী এক্সপ্রেসের খেলা শুরু: দেখুন সরাসরি (LIVE)
- চলছে চট্টগ্রাম বনাম নোয়াখালীর ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- রাজশাহী বনাম নোয়াখালীর শ্বাসরুদ্ধ ম্যাচটি শেষ-জানুন ফলাফল
- বিপিএল ২০২৬: সিলেট বনাম রাজশাহী-খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- নোয়াখালী বনাম চট্টগ্রাম: জমজমাট ম্যাচটি শেষ-জেনে নিন ফলাফল
- চলছে সিলেট বনাম নোয়াখালীর ম্যাচ: দেখুন সরাসরি (LIVE)
- রংপুর রাইডার্স বনাম চট্টগ্রাম রয়্যালস: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- ঢাকা ক্যাপিটালস বনাম রাজশাহী ওয়ারিয়র্স: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- রাজশাহী ওয়ারিয়র্স বনাম সিলেট টাইটান্স: জমজমাট খেলাটি শেষ-জানুন ফলাফল
- আজ সিলেট বনাম রাজশাহীর ম্যাচ: সরাসরি দেখার উপায়-সময়সূচি
- রাজশাহী ওয়ারিয়র্স বনাম রংপুর রাইডার্স: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- দুবাই ক্যাপিটালস বনাম এমআই ইমিরেটস-খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- কিছুক্ষণ পর চট্টগ্রাম বনাম নোয়াখালীর ম্যাচ: সরাসরি দেখবেন যেভাবে
- রংপুর বনাম চট্টগ্রামের জমজমাট ম্যাচটি শেষ: জেনে নিন ফলাফল
- ঢাকা ক্যাপিটালস বনাম সিলেট টাইটান্স: খেলাটি সরাসরি দেখুন (LIVE)