ঢাকা, বৃহস্পতিবার, ১ জানুয়ারি ২০২৬, ১৭ পৌষ ১৪৩২

বিটিআরসি ভবনে হামলা ও ভাঙচুর, আটক ২৬

২০২৬ জানুয়ারি ০১ ২৩:১৫:০০

বিটিআরসি ভবনে হামলা ও ভাঙচুর, আটক ২৬

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ভবনে অতর্কিত হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ঘটনাস্থল থেকে ২৬ জনকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেলে মোবাইল ফোন ব্যবসায়ীদের একটি ক্ষুব্ধ পক্ষ এই তাণ্ডব চালায়।

শেরেবাংলা নগর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নিশ্চিত করেছেন যে, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে এবং আটককৃতদের শেরেবাংলা নগর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। সেনাবাহিনীর তালিকায় আটক ব্যক্তিদের মধ্যে মো. সাব্বির, মো. শাহিন, মো. রিফাত, মো. মঈনসহ মোট ২৬ জনের নাম প্রকাশ করা হয়েছে।

বিটিআরসি সূত্রে জানা গেছে, আজ (১ জানুয়ারি) থেকে দেশে অবৈধ ও আনঅফিসিয়াল মোবাইল হ্যান্ডসেট বন্ধে ‘ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার’ (এনইআইআর) ব্যবস্থা আনুষ্ঠানিকভাবে কার্যকর করা হয়েছে। এই প্রযুক্তির ফলে জাতীয় ডাটাবেজে নিবন্ধিত নয় এমন ফোন আর দেশের মোবাইল নেটওয়ার্কে সচল হবে না। এই সিদ্ধান্তের ফলে ব্যবসায়িক ক্ষতির মুখে পড়া একটি স্বার্থান্বেষী মহল ক্ষুব্ধ হয়ে বিটিআরসি কার্যালয়ে হামলা চালায় বলে ধারণা করা হচ্ছে।

বিটিআরসির একজন কর্মকর্তা জানান, এনইআইআর ব্যবস্থা চালুর ফলে দেশে অবৈধ মোবাইল ফোনের ব্যবসা বন্ধ হয়ে গেছে। এতে ক্ষুব্ধ হয়েই একদল বিশৃঙ্খলাকারী বিকেলে ভবনে ঢুকে ভাঙচুর চালায়। সেনাবাহিনী জানিয়েছে, আটক সবাইকে দ্রুতই সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত