ঢাকা, বৃহস্পতিবার, ১ জানুয়ারি ২০২৬, ১৭ পৌষ ১৪৩২
সার্কের চেতনা এখনো জীবিত ও দৃঢ়: প্রধান উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় দক্ষিণ এশীয় দেশগুলোর প্রতিনিধিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণকে ‘প্রকৃত সার্ক চেতনার প্রতিফলন’ হিসেবে অভিহিত করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সফররত দক্ষিণ এশিয়ার বিশিষ্ট ব্যক্তিদের সাথে সৌজন্য সাক্ষাৎকালে তিনি বলেন, “সার্কের চেতনা এখনো জীবিত ও দৃঢ়। জানাজায় আমরা একসাথে আমাদের দুঃখ ভাগ করে নিয়েছি।”
.jpg)
বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী এবং বিশ্বের দ্বিতীয় মুসলিম নারী সরকারপ্রধানের প্রতি সার্কভুক্ত দেশগুলো যেভাবে শ্রদ্ধা জানিয়েছে, তাতে প্রধান উপদেষ্টা গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। বৈঠকে উপস্থিত ছিলেন পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক, নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দ শর্মা, শ্রীলঙ্কার মন্ত্রী বিজিথা হেরাথ এবং মালদ্বীপের মন্ত্রী আলী হায়দার আহমেদ। এর আগে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্করও জানাজায় অংশ নেন। সফররত বিশিষ্টজনরা বেগম খালেদা জিয়ার দীর্ঘ সংগ্রাম এবং আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধিতে তাঁর অবদানের কথা স্মরণ করেন।
বৈঠকগুলোতে প্রধান উপদেষ্টা দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থাকে (সার্ক) পুনরুজ্জীবিত করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। তিনি আশা প্রকাশ করেন, এই অঞ্চলটি দুই বিলিয়ন মানুষের জন্য একটি অর্থবহ প্ল্যাটফর্ম হিসেবে ফিরে আসবে।
আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে প্রফেসর ইউনূস জানান, আগামী ১২ ফেব্রুয়ারি একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য বাংলাদেশ সম্পূর্ণ প্রস্তুত। পাকিস্তানের স্পিকারের এক প্রশ্নের জবাবে তিনি স্পষ্ট করেন যে, নির্বাচনের পর তিনি পুনরায় তাঁর পূর্বের পেশাগত ভূমিকায় ফিরে যাবেন।
এ সময় প্রবাসী বাংলাদেশিদের জন্য প্রথমবারের মতো চালু হওয়া ‘পোস্টাল ব্যালট’ বা ডাকযোগে ভোটদানের ব্যবস্থার সাফল্য তুলে ধরেন প্রধান উপদেষ্টা। তিনি জানান, প্রায় সাত লাখ প্রবাসী ভোটার এই প্রক্রিয়ায় নিবন্ধিত হয়েছেন। শ্রীলঙ্কা ও নেপালের প্রতিনিধিরা বাংলাদেশের এই উদ্ভাবনী অভিজ্ঞতা থেকে শেখার আগ্রহ প্রকাশ করেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- রাজশাহী ওয়ারিয়র্স বনাম নোয়াখালী এক্সপ্রেসের খেলা শুরু: দেখুন সরাসরি (LIVE)
- চলছে চট্টগ্রাম বনাম নোয়াখালীর ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- বিপিএল ২০২৬: সিলেট বনাম রাজশাহী-খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- রাজশাহী বনাম নোয়াখালীর শ্বাসরুদ্ধ ম্যাচটি শেষ-জানুন ফলাফল
- নোয়াখালী বনাম চট্টগ্রাম: জমজমাট ম্যাচটি শেষ-জেনে নিন ফলাফল
- চলছে সিলেট বনাম নোয়াখালীর ম্যাচ: দেখুন সরাসরি (LIVE)
- রংপুর রাইডার্স বনাম চট্টগ্রাম রয়্যালস: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- ঢাকা ক্যাপিটালস বনাম রাজশাহী ওয়ারিয়র্স: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- রাজশাহী ওয়ারিয়র্স বনাম সিলেট টাইটান্স: জমজমাট খেলাটি শেষ-জানুন ফলাফল
- আজ সিলেট বনাম রাজশাহীর ম্যাচ: সরাসরি দেখার উপায়-সময়সূচি
- দুবাই ক্যাপিটালস বনাম এমআই ইমিরেটস-খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- কিছুক্ষণ পর চট্টগ্রাম বনাম নোয়াখালীর ম্যাচ: সরাসরি দেখবেন যেভাবে
- রংপুর বনাম চট্টগ্রামের জমজমাট ম্যাচটি শেষ: জেনে নিন ফলাফল
- ঢাকা ক্যাপিটালস বনাম সিলেট টাইটান্স: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- আজ থেকে টানা ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাস