ঢাকা, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ১০ কার্তিক ১৪৩২

ডিসি ভাগাভাগি নিয়ে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে হাসনাতের অভিযোগ

২০২৫ অক্টোবর ২৪ ২২:০০:০৫

ডিসি ভাগাভাগি নিয়ে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে হাসনাতের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেছেন যে, সচিবালয়ে গিয়ে কয়েকটি রাজনৈতিক দল জেলা প্রশাসক (ডিসি) ভাগাভাগি করছে এবং এতে অন্তর্বর্তী সরকার সহায়তা করছে। তিনি আরও বলেন, বর্তমানে একটি নির্বাচন ইঞ্জিনিয়ারিং-এর চেষ্টা চলছে এবং বর্তমান নির্বাচন কমিশন স্বৈরতান্ত্রিক আচরণ করছে।

শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে দলের ঢাকা জেলা ও দুই মহানগর শাখার সমন্বয় সভায় বিশেষ অতিথির বক্তব্যে হাসনাত আবদুল্লাহ এসব কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, "সচিবালয়ে বসে এখন ডিসি ভাগাভাগি চালানো হচ্ছে। কোনো কোনো রাজনৈতিক দল দাবি করছে ‘চিটাগংয়ের ডিসি আমি দেবো, তাতে উত্তরবঙ্গের ডিসি ছাড়তে হবে। যদি রংপুরের ডিসি ছাড়ি তাহলে আমাদের খুলনার ডিসি ছেড়ে দিতে হবে’।" তিনি অভিযোগ করেন যে, অন্তর্বর্তী সরকার দর্শকের ভূমিকা পালন করছে, যা তাদের ন্যায্যতার প্রতিশ্রুতির পরিপন্থী।

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, "আমরা ২৪, ১৮ এবং ১৪ যে বিতর্কিত নির্বাচন দেখেছি তা আর চাই না। এই প্রক্রিয়া পুনরাবৃত্তি হলে একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং চালু হবে।" তিনি আরও অভিযোগ করেন যে, নির্বাচনে নিয়ন্ত্রিতভাবে ব্যাংক ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের কর্মচারীদের পোলিং এজেন্ট হিসেবে নিয়োগ করার পায়তারা চলছে এবং স্কুল কমিটি, শিক্ষক ও স্থানীয় প্রতিষ্ঠানগুলোও একাদিকভাবে দখল করার চেষ্টা করা হচ্ছে। হাসনাত বলেন, "আগামী নির্বাচনে কেন্দ্রগুলাকে দখল করার জন্য তাদেরকে এখনই সশস্ত্র কায়দায় ট্রেনিং দেওয়া হচ্ছে।"

এনসিপির এই নেতা আওয়ামী লীগের অতীত ক্ষমতার প্রসঙ্গ টেনে বলেন, "জাতীয় নাগরিক পার্টিকে সংখ্যা দিয়ে মাপতে যাবেন না। আমরা আওয়ামী লীগ দিন শুনতাম এশিয়া মহাদেশের সর্ববৃহৎ ছাত্রলীগ নাকি সর্ববৃহৎ ছাত্র সংগঠন ছিল... এখন টর্চলাইট দিয়েও খুঁজে পাওয়া যায় না।"

ষড়যন্ত্র হলে বসে থাকবেন না জানিয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, "আরেকজন ক্যান্টনমেন্টে বসে ষড়যন্ত্র করছেন... আমরা বলতে চাই আমাদের যেসব দেশপ্রেমিক সেনাবাহিনী দেশের জন্য জাতির জন্য রাস্তায় নেমে এসেছে, সেই দেশপ্রেমিক সেনাবাহিনীদের কলঙ্ক মুক্ত হওয়ার সুযোগ আসছে।" তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, "যদি আবার ষড়যন্ত্র করা হয়, আমাদেরকে আপনারা দাবায় রাখতে পারবেন না... আমরা রাস্তা থেকে সরবো না।"

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

রাজনীতি এর অন্যান্য সংবাদ