ঢাকা, রবিবার, ১১ জানুয়ারি ২০২৬, ২৭ পৌষ ১৪৩২
সব জাতিগোষ্ঠীর অংশগ্রহণে রেইনবো নেশন গড়ার প্রতিশ্রুতি মির্জা ফখরুলের
নিজস্ব প্রতিবেদক: বিএনপি ক্ষমতায় গেলে বাংলাদেশের সব জাতিগোষ্ঠীকে নিয়ে একটি অন্তর্ভুক্তিমূলক “রেইনবো নেশন” বা রংধনু জাতি গড়ে তুলবে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে ঢাকায় গারো সম্প্রদায়ের এক অনুষ্ঠানে তিনি বলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২০২২ সালে যে ৩১ দফা ঘোষণা দিয়েছেন, সেখানে স্পষ্টভাবে বলা হয়েছে—আমরা এমন একটি জাতি গড়ে তুলব যেখানে সব সম্প্রদায় সমানভাবে অংশ নেবে এবং অবদান রাখবে। বিএনপি সরকারে এলে ক্ষুদ্র জনগোষ্ঠীর সমস্যাগুলো সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।
গারো সম্প্রদায়ের সাংস্কৃতিক ও সামাজিক দাবি-দাওয়ার প্রসঙ্গে ফখরুল বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ভিশন-২০৩০ ঘোষণায় ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণে পৃথক অধিদফতর গঠনের পরিকল্পনা রয়েছে।
তিনি আরও জানান, বিএনপি সরকারে গেলে ঢাকায় ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জন্য পৃথক সাংস্কৃতিক একাডেমি স্থাপন করা হবে এবং গারোদের ঐতিহ্যবাহী “ওয়ানগালা উৎসব” সরকারিভাবে পালনের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।
রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল ও কলেজ মাঠে আয়োজিত ‘ঢাকা ওয়ানগালা উৎসব-২০২৫’-এর আলোচনা সভায় মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের মূল জাতীয় ধারা ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ঐক্য গড়ে তুলতে হবে। আমাদের মানসিকতায় পরিবর্তন আনতে হবে—সবাই এই দেশের নাগরিক।
তিনি স্মরণ করিয়ে দেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানই প্রথম “বাংলাদেশি জাতীয়তাবাদ” ধারণার মাধ্যমে দেশের সব জাতিগোষ্ঠীকে এক সূত্রে বাঁধার চেষ্টা করেছিলেন। “তিনি শুধু বাঙালিদের নয়, আদিবাসী ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর স্বীকৃতিও নিশ্চিত করেছেন,” বলেন ফখরুল।
অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ঢাকা-১৭ আসনের সম্ভাব্য প্রার্থী আন্দালিব রহমান পার্থ গারো সম্প্রদায়কে উদ্দেশ্য করে বলেন, আপনারা নিজেদের দুর্বল ভাববেন না। আমরা সবাই বাংলাদেশি, আপনাদের ভাই।
তিনি আরও বলেন, আপনারা সংসদে নিজের প্রতিনিধি চান—এটা স্বাভাবিক। তবে আমাদের ওপরও বিশ্বাস রাখুন। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, সংসদে আপনাদের প্রতিনিধি যা বলবে, আমরাও আপনাদের পক্ষে সমানভাবে দাঁড়াব।
সঞ্চয় নাফাকের সভাপতিত্বে আয়োজিত এ আলোচনা সভায় গারো সম্প্রদায়ের সদস্যরা ঐতিহ্যবাহী নাচ ও গান পরিবেশন করেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন—বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স, জাতীয়তাবাদী ক্ষুদ্র জনগোষ্ঠী দলের সভাপতি মৃগেন হাগিদক, ক্রিস্টিয়ান সার্ভিস সোসাইটির পরিচালক বাপন মানকিন, বিরিশিরি কালচারাল একাডেমির পরিচালক পরাগ রিটসিল এবং আয়োজক কমিটির শুভজিট স্যানগমা নাকমা প্রমুখ।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা ক্যাপিটালস বনাম সিলেট টাইটান্স: বোলিংয়ে ঢাকা-দেখুন সরাসরি (LIVE)
- নোয়াখালী এক্সপ্রেস বনাম রংপুর রাইডার্স: ম্যাচটি সরাসরি দেখুন (LIVE)
- চট্টগ্রাম বনাম রংপুরের ম্যাচটি শেষ: জানুন ফলাফল
- সিলেট বনাম চট্টগ্রামের খেলা চলছে: ম্যাচটি সরাসরি দেখুন( LIVE)
- জগন্নাথ বিশ্ববিদ্যালয়‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- ঢাকা ক্যাপিটালস বনাম নোয়াখালী এক্সপ্রেসের খেলা শেষ-দেখুন ফলাফল
- নোয়াখালী বনাম রাজশাহী: জমজমাট খেলাটি শেষ-জানুন ফলাফল
- নোয়াখালী এক্সপ্রেস বনাম ঢাকা ক্যাপিটালস: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- ঢাকা ক্যাপিটালস-সিলেট টাইটান্সের জমজমাট খেলা শেষ-দেখুন ফলাফল
- ঢাবি ব্যবসায় শিক্ষা ইউনিটের ফল প্রকাশ, প্রথম হলেন যারা
- নোয়াখালী বনাম সিলেটের জমজমাট ম্যাচটি শেষ: দেখে নিন ফলাফল
- চলছে সিলেট বনাম নোয়াখালীর ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- রাজশাহী ওয়ারিয়র্স বনাম চট্টগ্রাম রয়্যালস: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- দীর্ঘ সংকট কাটাতে বাজারে ১০ শক্তিশালী কোম্পানি আনছে সরকার
- শেয়ারবাজারে নতুন নামে আসছে তালিকাভুক্ত কোম্পানি