ঢাকা, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ১২ অগ্রহায়ণ ১৪৩২

আগামী নির্বাচনে সরকার বা শক্তিশালী বিরোধী দল হবে এনসিপি: সারজিস

২০২৫ অক্টোবর ২৪ ২০:০২:৪৮

আগামী নির্বাচনে সরকার বা শক্তিশালী বিরোধী দল হবে এনসিপি: সারজিস

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম জানিয়েছেন, আগামী নির্বাচনে এনসিপি হবে সরকার গঠনের শক্তিশালী দল অথবা প্রধান বিরোধী দল; কিন্তু জাতীয় পার্টির মতো শুধুই পোষা বিরোধী দল হিসেবে থাকবে না।

শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে দলের ঢাকা জেলা ও দুই মহানগর শাখার সমন্বয় সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।

সারজিস আলম বলেন, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের আহ্বায়ক কমিটি দু-এক দিনের মধ্যে গঠন করা হবে। নভেম্বরের মধ্যে জেলা আহ্বায়ক কমিটিও গঠিত হবে। তিনি উল্লেখ করেন, থানা ও জেলা কমিটি বাংলামোটর থেকে হবে না; সংশ্লিষ্ট শাখার সভার মাধ্যমে কমিটি গঠন করতে হবে।

তিনি আরও বলেন, নভেম্বরে কমিটি গঠন সম্পন্ন হলে এনসিপি আগামী নির্বাচনে দেশের শক্তিশালী দুটি দলের মধ্যে একটি হবে। দুই বছর ধরে কার্যক্রম সঠিকভাবে এগিয়ে গেলে তারা দেশের সেরা দল হিসেবে প্রতিষ্ঠিত হবে বলেও আশা প্রকাশ করেন।

সারজিস আলম জানান, জেলা ও থানা কমিটির আহ্বায়ক হতে হবে ৪০ বছরের বেশি বয়স্ক, এবং সদস্য সচিবের বয়স কমপক্ষে ৩৫ বছর হতে হবে। তিনি আরও বলেন, আওয়ামী লীগের পদবিধারী ও জুলাই বিরোধীরা আহ্বায়ক কমিটিতে থাকবেন না।

তিনি স্পষ্ট করেছেন, দলে খারাপ বা ক্ষমতা ও পদদুর্ব্যবহারকারী ব্যক্তিদের নেওয়া হবে না। প্রয়োজনে ফ্যাক্টচেকের মাধ্যমে অন্য দলের ক্লিন ইমেজধারী ব্যক্তিদের দলে নেওয়া যাবে, তবে তারা আগের দলের আদর্শ অনুসরণ করতে পারবেন না।

কেএমএ

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত