ঢাকা, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ৯ কার্তিক ১৪৩২

ইসরায়েলের প্রতি কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান তুরস্কের

২০২৫ অক্টোবর ২৪ ১৮:৫৩:১৭

ইসরায়েলের প্রতি কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান তুরস্কের

আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান গাজা যুদ্ধবিরতি সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য ইসরায়েলের ওপর অর্থনৈতিক ও অস্ত্র নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন। তিন দিনের উপসাগরীয় অঞ্চল সফর শেষে দেশে ফেরার সময় বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এ দাবি জানান।

এরদোগান বলেন, অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং অস্ত্র বিক্রি বন্ধের মাধ্যমে ইসরায়েলকে তার প্রতিশ্রুতি পালন করতে বাধ্য করা সম্ভব। আমরা ইতিমধ্যেই পদক্ষেপ শুরু করেছি এবং তা অব্যাহত রাখব।

তিনি আরও বলেন, গাজা ইসলামী বিশ্বের জন্য একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা। গাজার পুনর্গঠন অবশ্যই একটি ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে সম্ভব, যা তুরস্ক, মিশর বা অন্যান্য উপসাগরীয় দেশ একা করতে পারবে না। আমরা আমাদের সকল মিত্রের সঙ্গে ব্যাপক আলোচনা করেছি এবং সরকার, গোয়েন্দা ও প্রতিরক্ষা কর্মকর্তাদের প্রয়োজনীয় জায়গায় পাঠিয়েছি। এখন কথার নয়, পদক্ষেপ নেওয়ার সময়।

এছাড়াও তিনি গাজায় সাহায্য প্রবাহ অব্যাহত রাখার গুরুত্বের ওপর জোর দেন। গাজার অবকাঠামো পুরোপুরি ধ্বংস হয়েছে। আমরা সাহায্য পৌঁছে দিচ্ছি এবং ১৭তম ‘কাইন্ডনেস’ জাহাজ সম্প্রতি মিসরের এল-আরিশ বন্দরে পৌঁছেছে। হাসপাতাল, স্কুল, মসজিদ ও বেকারির ধ্বংসযজ্ঞ মুছতে ব্যাপক খনন ও পুনর্নির্মাণ কাজ জরুরি।

গাজায় আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী মোতায়েনের সম্ভাবনা নিয়ে প্রশ্নের জবাবে এরদোগান বলেন, এর রূপরেখা এখনও নির্ধারিত হয়নি। তবে আঙ্কারা গাজাকে প্রয়োজনীয় সহায়তা প্রদানে প্রস্তুত।

তুরস্ক, ২০২৩ সালের অক্টোবরে গাজার ওপর ইসরায়েলের আগ্রাসনের পর থেকে মানবিক ত্রাণ, কূটনৈতিক মধ্যস্থতা এবং আন্তর্জাতিক আইনের ভিত্তিতে ফিলিস্তিনকে সমর্থন দেওয়ার ক্ষেত্রে সক্রিয় দেশগুলোর মধ্যে একটি হিসেবে আবির্ভূত হয়েছে।

কেএমএ

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত